1. litonsaikat@gmail.com : neelsaikat :
  2. shahjahanauh@gmail.com : কক্সবাজার আলো : কক্সবাজার আলো
  3. syedalamtek@gmail.com : syedalam :
  4. bblythe20172018@mail.ru : traceyhowes586 :

জামায়াত সৎ ও দেশপ্রেমিক মানুষ তৈরিতে কাজ করছে : মাওলানা হালিম

  • আপডেটের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০১৫
  • ১১৭ দেখা হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর নায়েবে আমির মাওলানা আব্দুল হালিম বলেছেন, পবিত্র রমজান মাসে যাকাত, সদকা ও দানের অধিক ফজিলত প্রমাণ করে ইসলামের মর্মবাণী ও প্রকৃত শিক্ষাই হচ্ছে আর্ত-মানবতার কল্যাণ ও সেবা। এজন্যই আল্লাহ আমাদেরকে খলিফা হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ নির্দেশিত ও রাসুল (সা.) প্রদর্শিত ন্যায় এবং ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলন আমৃত্যু চালিয়ে যাওয়াই খলিফা হিসাবে আমাদের দায়িত্ব। আর এই দায়িত্ব পালনের মহান লক্ষ্যকে সামনে রেখেই জামায়াত সৎ, দক্ষ ও দেশপ্রেমিক মানুষ তৈরির মাধ্যমে সমাজের সকল স্তরে তাকওয়ার সমাজ এবং সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে বদ্ধপরিকর।

শুক্রবার জামায়াতে ইসলামী মিরপুর পূর্ব থানা আয়োজিত ওয়ার্ড দায়িত্বশীল শিক্ষা বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

থানা আমির ও মহানগরীর কর্মপরিষদ সদস্য মাহফুজুর রহমানের সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন থানার নায়েবে আমির মো. শহীদুল্লাহ, সেক্রেটারি জসীম উদ্দিন, মজলিশে শুরা ও কর্মপরিষদ সদস্য ডা. মাইন্দ্দুীন, শাহ আলম তুহিন, শাফায়াত কবির, মিজানুর রহমান প্রমুখ।

মাওলানা আব্দুল হালিম আরো বলেন, ইসলামী আন্দোলনের উপর জুলুম-নির্যাতন ইতিহাসের ধারাবাহিকতা। অতীতে যারাই আত্মভোলা মানুষের কাছে দ্বীনে হকের দাওয়াত প্রদান করেছেন তাদের উপরই নেমে এসেছে নির্মম ও নিষ্ঠুর নির্যাতন। রাসুল সা. এর সময় সব জুলুম-নির্যাতন মোকাবিলা করে দাওয়াত, সংগঠন ও প্রশিক্ষণের মাধ্যমে লোক তৈরি করে মদীনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা যেমন সম্ভব হয়েছিল ঠিক একইভাবে আল্লাহর পথে অবিরাম সংগ্রাম ও শাহাদাতের মাধ্যমে বাংলাদেশের এই সবুজ ভূ-খণ্ডেও ইসলাম ও ইসলামী আন্দোলন একসময় বিজয়ী শক্তিরূপে আত্মপ্রকাশ করবে।

তিনি রাসুল (সা.) আন্দোলনের ধারাবাহিকতা রক্ষা করে জুলুম-নির্যাতন ও সকল বাধা-প্রতিবন্ধতা উপেক্ষা দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে একনিষ্ঠভাবে কাজ করার আহবান জানান। বিজ্ঞপ্তি।

এই বিভাগের আরও খবর
  • ২০১৪ - ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | কক্সবাজার আলো .কম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ‌্য মন্ত্রণালয়ে আবেদিত ।
Site Customized By NewsTech.Com