নিজস্ব প্রতিবেদক :
হঠাৎ অসুস্থ হয়ে কক্সবাজার পৌরসভার ১২ নং ওয়ার্ডের কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী মোরশেদ আহমদ বাবুকে কক্সবাজার সদর হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর অবস্থা অনেকটা সংকটাপন্ন।
এদিকে অসুস্থ কাউন্সিলর বাবুর জন্য পরিবারের পক্ষ থেকে জেলা ও পৌরবাসীর কাছে দোয়া চেয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান।
তিনি অপরাপর কাউন্সিলরদের সাথে নিয়ে তাৎক্ষনিক হাসপাতালে ছুটে যান এবং তাঁর প্রয়োজনীয় উন্নত চিকিৎসার খোঁজ খবর নেন।