1. litonsaikat@gmail.com : neelsaikat :
  2. shahjahanauh@gmail.com : কক্সবাজার আলো : কক্সবাজার আলো
  3. syedalamtek@gmail.com : syedalam :
  4. bblythe20172018@mail.ru : traceyhowes586 :

জেলা জমিয়তের সম্মেলন ৭ জানুয়ারী, প্রস্তুতি সভা

  • আপডেট : সোমবার, ১৪ ডিসেম্বর, ২০১৫
  • ৬৫ দেখা হয়েছে

সংবাদ বিজ্ঞপ্তি :
বাংলাদেশ জমিয়তুল মোদার্রেসীন কক্সবাজার জেলা শাখার সম্মেলন আগামী ৭ জানুয়ারী কক্সবাজার সাংস্কৃতিককেন্দ্রে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে প্রস্তুতি সভা ১৪ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। জেলা জমিয়তের সভাপতি অধ্যক্ষ মাওলানা কামাল হোসাইনের সভাপতিত্বে সভায় সম্মেলন বাস্তবায়ন কমিটি গঠিত হয়।
এতে কক্সবাজার ইসলামিয়া মাহিলা কামিল (মাস্টার্স) মাদরাসার অধ্যক্ষ জাফরুল্লাহ নূরীকে আহবায়ক ও তৈয়বিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা শাহাদত হোসাইনকে সদস্যসচিব করা হয়েছে।
সভায় বক্তব্য রাখেন ঈদগাঁও আলমাছিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ মাওলানা হেফাজত উল্লাহ, খুটাখালী তমিজিয়া ফাজিল (ডিগ্রি) মাদারাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ওমর হামজা, দৈনিক ইনকিলাবের কক্সবাজার ব্যুরো অফিস প্রধান শামসুল হক শারেক, সাহারবিল আনোয়ারুল উলুম ফাজিল (ডিগ্রি) মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা শফিউল হক জিহাদী, মহেশখালী পুটিবিলা ফাজিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ মাওলানা আমির হোসাইন, হাশেমিয়া আলীয়ার আরবী প্রভাষক মাওলানা ছলিম উল্লাহ, জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক ছালাহ উদ্দিন মো. তারেক, খুরুশকুল বালিকা দাখিল মাদরাসা সুপার মাওলানা মনসুর আলম আজাদ, ঈদগাও শাহ জব্বারিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মনসুর আলম, উখিয়া রহমতের বিল আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা জমির উদ্দিন মাহমুদ।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© ২০১৪ - ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত।
Site Customized By NewsTech.Com