ছৈয়দুল আমিন চৌধুরী, টেকনাফ :
কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরীর স্ত্রী শাহিন জাহান চৌধুরী মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হ্নীলা ইউনিয়ন বিএনপি দক্ষিণ শাখার নেতৃবৃন্দ। এক শোক বার্তায় নেতৃবৃন্দ জানান, আলহাজ্ব শাহজাহান চৌধুরীর স্ত্রী জনাবা শহীন জাহান চৌধুরী আমাদের মাতৃতুল্য ছিলেন। তার মৃত্যুতে আমরা আরেক মা’কে হারালাম। আমরা তাকে হারিয়ে মর্মাহত ও অত্যান্ত শোকাহত। শোক বার্তায় নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন ও শোক সমতপ্ত পরিবারের কাছে সমবেদনা জানান এবং মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন। বিবৃতিদারা হলেন- হ্নীলা ইউনিয়ন বিএনপি দঃ শাখার সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক আবছার কামাল ছিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক জুহুর আলম। উল্লেখ্য, আজ সোমবার সকাল সাড়ে ৯ টায় ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।