1. litonsaikat@gmail.com : neelsaikat :
  2. shahjahanauh@gmail.com : কক্সবাজার আলো : কক্সবাজার আলো
  3. syedalamtek@gmail.com : syedalam :
  4. bblythe20172018@mail.ru : traceyhowes586 :

জেলা হোটেল আবাসিক ও রেস্তোরা শ্রমিক লীগ থেকে মো: সেলিম বহিস্কার

  • আপডেট : রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫
  • ৬৬ দেখা হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি :
জেলা হোটেল আবাসিক ও রেস্তোরা শ্রমিক লীগ রেজি নং-২১১৮ এক জরুরী সভা গত ১১ ডিসেম্বর সংগঠনের  অস্থায়ী কার্যালয়ে সভাপতি রুহুল কদের মানিক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচ.এম নজরুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি এনায়েতুল্লাহ বাবুল,সেলিম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মো: শাহ আলম, মো: রশিদ, সাংগঠনিক সম্পাদক এস.এস ইকবাল, সহ-সাংগঠনিক সম্পাদক হুমায়ন কবির সূর্য্য, হারুনুর রশিদ, জেলা রেস্তোরা শ্রমিকলীগ নেতা, মো: কামাল, অবছার, ফয়সাল, শাহ-আলম, ফাহিম, আবদুল মুকিত, ওমর ফারুক মিন্টু, সহ সিনিয়র নেতৃবৃন্দ, উক্ত জরুরী সভায় মহান বিজয় দিবস পালন, শহর ও পর্যটন অঞ্চল কমিটি গঠন একই সাথে ইয়াবা মামলায় চট্টগ্রাম কোতোয়ালী থানায় সাজাভূক্ত আসামী হওয়ায় ও সংগঠন বিরুধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে উপস্থিত সকলের সম্মতিক্রমে সংগঠনে সহ-সভাপতির পদ থেকে মো: সেলিমকে বহিস্কার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© ২০১৪ - ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত।
Site Customized By NewsTech.Com