1. litonsaikat@gmail.com : neelsaikat :
  2. shahjahanauh@gmail.com : কক্সবাজার আলো : কক্সবাজার আলো
  3. syedalamtek@gmail.com : syedalam :
  4. bblythe20172018@mail.ru : traceyhowes586 :
শিরোনাম :
টেকনাফে সর্ববৃহৎ ক্রিস্টাল মেথ আইসের চালান জব্দ  সেন্টমার্টিনে বিপুল পরিমাণ ইয়াবা ও বিদেশী অস্ত্র উদ্ধার সাবেক এমপি বদির বিরুদ্ধে দুর্নীতির মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ বুধবার থেকে ফের ভার্চুয়ালি চলবে উচ্চ আদালত সেবা নিতে এসে মানুষ যেন হয়রানির শিকার না হন: প্রধানমন্ত্রী ৫০ বছর বয়সীরা পাবেন বুস্টার ডোজ বিশ্বের চট্টগ্রাম এসোসিয়েশন ও সমিতিগুলির ভার্চুয়াল সভায় বিশ্ব চট্টগ্রাম উৎসব করতে “আন্তর্জাতিক চট্টগ্রাম সমন্বয় কমিটি” গঠিত রামুতে হেডম্যানকে কূপিয়ে হত্যা  ঈদগাঁওতে মাস্ক ব্যবহার ও সামাজিক দুরত্বসহ স্বাস্থ্যবিধি মানা হচ্ছেনা নারায়ণগঞ্জ সিটিতে আইভীর হ্যাটট্রিক জয়

টেকনাফের বাহারছড়ায় চাঁদা না দেয়ায় তিন শতাধিক গাছ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা

  • আপডেট : রবিবার, ২০ ডিসেম্বর, ২০১৫
  • ৫৭ দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক :
টেকনাফের বাহারছড়ায় চাঁদা না দেয়ায় ক্রয়কৃত জমি থেকে প্রায় তিন শতাধিক বিভিন্ন প্রজাতির গাছ দিনদুপুরে কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বাগান মালিক আহমদুর রহমান থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। কর্তনকৃত গাছগুলো কেটে নিয়ে লুট করে বিক্রি করেছে বলে জানা গেছে। জানা যায়, গত ১৬ ডিসেম্বর দুপুর ১২ টার দিকে টেকনাফের বাহারছড়া উত্তর শীলখালী এলাকায় সন্ত্রাসীদের চাঁদা না দেয়ায় অস্ত্রশস্ত্র নিয়ে স্থানীয় মৃত মৌলভী রওশন আলীর পুত্র আহমদুর রহমান এর দীর্ঘদিনের ক্রয়কৃত জমির একাশি গাছ, আম, কাঠাল, লিচুগাছসহ বিভিন্ন ফলজ গাছগুলো কর্তন করে নিয়ে যায়। আহমদুর রহমানের এক নিকটাতœীয় অভিযোগ করে বলেন, গত কয়েক মাস ধরে আহমদুর রহমানের নিকট মোবাইল ফোনে ও সরাসরি ১ লক্ষ টাকা চাঁদা দাবী করেছিল স্থানীয় ও কিছু ভাড়াটে সন্ত্রাসী। তাদের চাঁদা না দেয়ায় দিন দুপুরে সশস্ত্র সন্ত্রাসী উত্তর শীলখালী এলাকার মৌলভী ফকির মোহাম্মদ এর পুত্র আবু বক্কর, তার ভাই ফজলুল হক ও ঘটনার ইন্ধনদাতা আবুল বশরসহ আরো কিছু ভাড়াটে লোকজন নিয়ে উক্ত বাগানের প্রায় তিন শতাধিক গাছ কর্তন করে। পরে সন্ত্রাসীরা পালিয়ে গিয়ে মোবাইল ফোনে আহমদুর রহমানকে প্রাণ নাশের হুমকি দেয়। এ ব্যাপারে বাগান মালিক আহমদুর রহমান বলেন, ৩/৩/২০০৮ সালে স্থানীয় আকতার কামাল থেকে শীলখালী মৌজার খতিয়ান ১১০৬, দাগ নং ৩৫৫৫ মালিকানা অর্থে ৬০৯ কবলামূলে জমিটি ক্রয় করেন। পরে উক্ত জমিতে আহমদুর রহমান বিভিন্ন গাছ রোপন করে। এরপর গাছগুলো যখন বড় হচ্ছে তখনই এলাকার সন্ত্রাসীরা চাঁদা দাবী করে আসছে। সর্বশেষ তাদের চাঁদা না দেয়ায় বিজয় দিবসের দিন অস্ত্র সস্ত্র নিযে গাছগুলো কেটে নিয়ে যায়। এঘটনায় আহমদুর রহমান বাদী হয়ে টেকনাফ থানায় মামলার প্রক্রিয়া চালাচ্ছে বলে জানান তিনি। এব্যাপারে টেকনাফ থানার (ওসি) আতাউর রহমান খোন্দকার জানান, এই রকম অভিযোগ এখনো শুনিনি তবে লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক অপরাধীদের বিরোদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© ২০১৪ - ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত।
Site Customized By NewsTech.Com