সাইফুল ইসলাম,টেকনাফ :
টেকনাফ সীমান্তে ৬০ লক্ষ টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা ও দুই রাউন্ড গুলির খোসাসহ একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ১৪ আগষ্ট শুক্রবার রাত সাড়ে এগারটার সময় টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদীমুরা এলাকা দিয়ে ইয়াবার বড় চালান পাচারের গোপন সংবাদে বিজিবি ৪২ ব্যাটালিয়ন অধিনায়ক লে,কর্লেন মো: আবু জার আল জাহিদের নেতৃেত্ব টহলরত জওয়ানরা সেখানে আড়ালে অবস্থান নেয়। এ সময় পাচারকারী দল বিজিবির উপস্হিতি টের পেয়ে প্যাকেটে মুড়ানো ইয়াবা ফেলে পালিয়ে যেতে সক্ষম হয়। এ সসময় পাচারকারীরা পালিয়ে যাওয়ায় তাদের কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে বিজিবি পাচারকারীদের ফেলে যাওয়া ইয়াবার প্যাকেট উদ্ধার করতে গিয়ে দুই রাউন্ত গুলির খোসাসহ একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। খোসাসহ উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রটি স্হানীয় পুলিশ প্রশাসনে জমা দিয়ে এবং উদ্ধার ইয়াবাগুলো বিজিবি হেফাজতে রেখে পরবর্তীতে উর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্হিতিতে ধ্বংস করা হবে বিজিবি ৪২ ব্যাটালিয়ন অধিনায়ক লে,কর্লেন মো: আবু জার আল জািহদ জানিয়েছেন।