ছৈয়দুল আমিন চৌধুরী, টেকনাফ :
সীমান্ত উপজেলা টেকনাফ বিজিবি দমদমিয়া চেকপোষ্টের দায়িত্বরত টহল দল যাত্রীবাহি বাসে অভিযান চালিয়ে ইয়াবাসহ একজনকে আটক করেছে। ২৯ আগস্ট শনিবার সকাল ৯ টায় টেকনাফের দমদমিয়া চেকপোষ্টে সুবেঃ মোঃ ইউসুফ মিয়ার নেতৃত্বে টেকনাফ থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী একটি স্পেশাল সার্ভিস (চট্ট মেট্রো-জ-১১-১৪৩৯) বাসে তল্লাশী করে একজন যাত্রীর পরিহিত প্যান্টের পকেটে তল্লাশি করে ৪৫‘পিস ইয়াবাসহ আটক করেছে। ধৃত ব্যক্তি সাবরাং পানছড়ি পাড়ার মৃত মোজাহার মিয়ার ছেলে জসীম উদ্দিন (২৪)। আটক জসিমকে টেকনাফ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জাহিদ ইকবাল কর্তৃক ভ্রাম্যমান আদালতে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট প্রকাশ্যে জনসম্মুখে ধ্বংস এবং সাজাপ্রাপ্ত আসামীকে জেলা কারাগার কক্সবাজার এ প্রেরণের জন্য টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে। ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।