1. litonsaikat@gmail.com : neelsaikat :
  2. shahjahanauh@gmail.com : কক্সবাজার আলো : কক্সবাজার আলো
  3. syedalamtek@gmail.com : syedalam :
  4. bblythe20172018@mail.ru : traceyhowes586 :

টেকনাফে ইয়াবাসহ ৬০ বছরের বৃদ্ধা আটক

  • আপডেটের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০১৫
  • ৪১ দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক :
টেকনাফে সাড়ে ৬ হাজার ইয়াবাসহ ৬০ বছরের এক  বৃদ্ধাকে আটক করেছে টেকনাফ মডেল থানা পুলিশ। ধৃত বৃদ্ধা নারী হচ্ছে, উপজেলার সাবরাং গুচ্ছ গ্রামে বসবাসকারী হোয়াইক্যং ইউনিয়নের হিন্দু পাড়া এলাকার মৃত দেবতী শীলের স্ত্রী লক্ষি রাণী। ২৯ আগস্ট শনিবার দুপুর ১২টার দিকে মডেল থানার এএসআই আজহার এর নেতৃত্বে পুলিশ বাস স্টেশনের ওয়ালটন শোরুমের নীচ থেকে তাকে আটক করেন। এসময় সে ইয়াবার চালার নিয়ে বাসে উঠার অপেক্ষায় ছিল। জব্দ ইয়াবার মূল্য প্রায় সাড়ে ১৯ লাখ টাকা।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মো: আতাউর রহমান খোন্দকার সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, ধৃতের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এছাড়া পাচারের সাথে আর কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

এই বিভাগের আরও খবর
  • © ২০১৪ - ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | কক্সবাজার আলো .কম
Site Customized By NewsTech.Com