নিজস্ব প্রতিবেদক :
টেকনাফে ৭৪০ পিস ইয়াবা ও নারীসহ ২ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১ টার দিকে তার নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ ইনর্চাজ পরিদর্শক মোহাম্মদ ইব্রাহীম খাঁনের নেতৃত্বে টেকনাফ বাস ষ্টেশনের সামনে অভিযান চালিয়ে ইয়াবা ও নারীসহ ২ জনকে আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে, টেকনাফ উপজেলার পৌরসভার পুরান পল্লানপাড়ার আবদুর রহমানের ছেলে আবদুল হাফেজ (২৬) ও ইসলামাবাদ এলাকার মো: ইউনুছের স্ত্রী মরিজান (৩২)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ ইনর্চাজ পরিদর্শক মোহাম্মদ ইব্রাহিম খাঁন জানান, তাদের কাছ থেকে ৭৪০ পিস ও নগদ ৪হাজার ৮’শ ৯০ টাকা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে টেকনাফ থানায় সোপর্দ করা হয় বলে জানিয়েছেন।
এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খোন্দকার জানান, তারা মিয়ানমারের নাগরিক, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলেও জানান তিনি। পাচারকারীদেরকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।