টেকনাফ প্রতিনিধি :
টেকনাফে কৃষি সম্প্রসারণ উদ্ভিদ এবং প্রাণী সম্পদ (পশু) কোয়ারেন্টাইন এ জনগুরুত্বপূর্ণ ০২টি দপ্তরের উন্নয়নের চেহারা পাল্টে যাচ্ছে। উদ্ভিদ ও প্রাণী সম্পদ গুনগত মান নির্ণয়ের জন্য পৃথক ০২টি কোয়ারেন্টাইন দপ্তর স্থাপিত হওয়ায় টেকনাফবাসীর দীর্ঘ দিনের দাবী অবশেষে পূরণ হতে চলেছে। এতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি সীমান্ত এলাকার জনগন সাধুবাদ জানিয়েছে। কৃষি সম্প্রসারণ মন্ত্রনালয় ০১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে ২০১৩ সালে টেকনাফ উপজেলা পরিষদ এলাকায় কৃষি বিভাগের নিজস্ব জায়গার উপর উদ্ভিদ জাতীয় পণ্য নির্ণয়রে জন্য ৩ তলা বিশিষ্ট কোয়ারেন্টাইন ভবনের কাজ সম্পন্ন করেন। বর্তমানে নির্মিত ভবনের কোয়ারেন্টাইন সংক্রান্ত বিষয়ে দাপ্তরিক কাজ চলছে। অপর দিকে প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অথ্যায়নে ১ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে দমদমিয়া বিজিবি চেক পোষ্টের পাশ্বে এবং প্রধান সড়কের পশ্চিমে একটি মনোরম স্থানে ৪০ শতক জায়গার উপর প্রাণী সম্পদ কোয়ারেন্টাইন (পশু) গুণগত মান নির্ণয় করা লক্ষে ২০১৫ সালে দ্বি-তল বিশিষ্ট ভবন ও বাউন্ডারী নির্মিত হচ্ছে। এটির নির্মান কাজ প্রায় সমাপ্তির পথে এগিয়ে চলেছে। শিগ্রি এই ভবনের কাজ শেষ হবে বলে সংশ্লিষ্ট ঠিকাদার জানায়। কাজের অগ্রগতি ৯০শতাংশ। এই দুইটির জনগুরুত্বপূর্ণ দপ্তরের কাজ সুচারুভাবে সম্পন্ন এবং কাজের মান সন্তোষজনক বলে এলাকাবাসী জানায়। জয় ইন্টারন্যাশনাল ঠিকাদারী প্রতিষ্ঠান এই দুইটি ভবনের কাজ বাস্তবায়ন করে যাচ্ছেন।