সাইফুল ইসলাম, টেকনাফ :
সীমান্ত উপজেলা টেকনাফে কোষ্ট গার্ড নাফ নদীতে অভিযান চালিয়ে ১৬ হাজার ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে। আটককৃতরা হল কেরুনতলী গ্রামের মৃত করিম আহমদের ছেলে সাবের আহমদ (১৩) ও বরইতলী গ্রামের সেলিম আহমদের ছেলে হোসন আহমদ। কোষ্ট গার্ড সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ২ টার দিকে টেকনাফ ষ্টেশন কমান্ডার লে; ডিকসন চৌধুরীর নেতৃত্বে কোষ্ট গার্ড সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে নাফ নদীতে একটি ডিঙ্গী নৌকায় অভিযান চালিয়ে ১৬ হাজার ইয়াবাসহ দুই যুবককে আটক করতে সক্ষম হয়। এ সময় পাচারের কাজে ব্যবহৃত নৌকাটিও জব্দ করা হয়েছে।