সাইফুল ইসলাম,টেকনাফ :
টেকনাফ সীমান্তে সাড়ে ৪ কোটি টাকা মূেল্যর ১ লক্ষ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি)।
১৮ই ডিসেম্বর শুক্রবার রাত সাড়ে ৮ ঘটিকার সময় বিজিবি ২ ব্যাটলিয়নের আওতাধীন টেকনাফ বিওপির জওয়ানরা গোপন সংবাদে নাফ নদীর কিনারায় অালো গুলার প্রজেক্ট এলাকায় থেকে পরিত্যক্ত অবস্হায় প্যাকেটে মুড়ানো ইয়াবা বড়িগুলো উদ্ধার করে। পরে বিজিবি প্যাকেটগুলো খুলে গগনা করলে ১লক্ষ ৫০ হাজার পিস ইয়াবা বড়ি পায়। বহনকারী দল বিজিবির অভিযান টের পেয়ে ইয়াবার প্যাকেট ফেলে দূরে অন্ধকারে দৌড়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত ইয়াবাগুলো বর্তমানে সদর দপ্তরে রাখা হয়েছে এবং পরবর্তীতে সংশ্লিষ্ঠ উর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্হিতিতে ধ্বংস করা হবে বলে বিজিবি ২ ব্যাটলিয়নের অধিনায়কের পক্ষে উপ- পরিচালক মো: আজহারুল আলম জানিয়েছেন।