1. litonsaikat@gmail.com : neelsaikat :
  2. shahjahanauh@gmail.com : কক্সবাজার আলো : কক্সবাজার আলো
  3. syedalamtek@gmail.com : syedalam :

টেকনাফে হযরত আলী (রা:) শাহাদাত বার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০১৫
  • ৩৭ দেখা হয়েছে

টেকনাফ প্রতিনিধি :
টেকনাফে হযরত আলী (রা:) শাহাদাত বার্ষিকী, মরহুম নজির আহমদ সিকদারের ইছালে সওয়াব মাহফিলসহ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৯ জুলাই বৃহস্পতিবার টেকনাফের একমাত্র নারী শিক্ষার বিদ্যাপীঠ লেঙ্গুরবিল মুহিউচ্ছুন্নাহ বালিকা দাখিল মাদ্রারাসার মাঠ প্রাঙ্গনে খতমে গাউছিয়া শরীফ, জিকির ও দোয়া মাহফিল মধ্যে দিয়ে সম্পন্ন হয়। এতে মোনাজাত পরিচালনা করেন, টেকনাফ মুহাম্মদিয়া রিয়াদুল জান্নাহ দাখিল মাদ্রারাসার সুপার মাওলানা আমির আহমদ। এসময় উপস্থিত ছিলেন, লেঙ্গুরবিল মুহিউচ্ছুন্নাহ বালিকা দাখিল মাদ্রারাসার পরিচালনা কমিটির সভাপতি, টেকনাফ প্রেসক্লাবের উপদেষ্টা ও দৈনিক কক্সবাজার বার্তা সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব মো: ছৈয়দ হোছাইন, মাষ্টার বশির আহমদ, মাষ্টার শওকত আলী, যুবনেতা শাহ আলম সিকদার, সাংবাদিক নুরুল করিম রাসেল, মাদ্রাসার সুপার মাওলানা হেলাল আহমদ রেজভীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর
  • © ২০১৪ - ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | কক্সবাজার আলো .কম
Site Customized By NewsTech.Com