নিজস্ব প্রতিবেদক : টেকনাফের নাফ নদী হতে ২০ হাজার পিস ইয়াবাসহ তিনজন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ব্যাটালিয়ন (বিজিবির) সদ্যরা। এ সময় তাদের ব্যবহারিত একটি নৌকা জব্দ করা হয়ছে। ৫ জুলাই রোববার দুপুর সাড়ে ১২ টায় নাজির পাড়া বিওপির জওয়ানারা গোপন সংবাদের ভৃত্তিতে তিন নং সুইচ গেটে ঝালভতি নৌকায় তল্লাচি চালিেয় ৬০ লক্ষ টাকার মুল্যের ইয়াবাসহ তাদের কে আটক করা হয়। টেকনাফ ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল আবুজার আল জাহিদ ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন,ইয়াবাসহ আটক ব্যক্তিদের সংশ্লিষ্ট ধারায় মামলা করে থানায় সোর্পদ করা হয়েছে এবং জব্দ জাল ও নৌকাটি টেকনাফ শুল্ক গুদামে জমা দেওয়া হবে ।