সংবাদ বিজ্ঞপ্তি : টেকনাফের বাহারছড়া ইউনিয়নের গরবী-অনাথ অসহায় মানুষের মাঝে নতুন কাপড় বিতরণ করেন টেকনাফ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহমদ। ১৩ জুলাই সোম বার কয়েকশত গরবী-অনাথ অসহায় মানুষের মাঝে থামি,লুঙ্গি বিতরণ করা হয়। নতুন কাপড় বিতরণ কালে তিনি বলেন, ধনী-গরীব সবার জন্য ঈদ। এক মাস সিয়াম সাধনা তাই আমাদের শিক্ষা দেয়। ঈদের আনন্দ ভোগ করতে গরীব লোকদেরও সাধ্য মত জামা কাপড় দিতে হবে। তিনি আরো বলেন ঈদের আগেই সরকারী চাল সবার কাছে পৌঁছে যাবে। নতুন কাপড় ও খাবার সামগ্রী পেলে গরীব মানুষ খুশী মনে ঈদ করতে পারবে।
নতুন কাপড় বিতরনের সময় উপস্থিত ছিলেন বাহারছড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুর রহমান বাহার, নোয়াখালীয়া পাড়া পেট্টোল পাম্পের মালিক হাজী মোহাম্মদ ইলিয়াছসহ স্থানীয় ব্যাক্তির্বগ।