1. litonsaikat@gmail.com : neelsaikat :
  2. shahjahanauh@gmail.com : কক্সবাজার আলো : কক্সবাজার আলো
  3. syedalamtek@gmail.com : syedalam :
  4. bblythe20172018@mail.ru : traceyhowes586 :

টেকনাফ স্থলবন্দর : অর্থবছরের প্রথম মাসে সোয়া ৩ কোটি টাকার রাজস্ব

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০১৫
  • ৪২ দেখা হয়েছে

মুহাম্মদ ছিদ্দিকুর রহমান :
টেকনাফ স্থলবন্দরে ২০১৫-১৬ নতুন অর্থবছরের প্রথম মাসে (জুলাই) ৩ কোটি ২৩ লাখ ২৭ হাজার ৩৬৬ টাকা রাজস্ব আয় হয়েছে। ১১৫টি বিল অব এন্ট্রির মাধ্যমে এ পরিমাণ রাজস্ব আয় হয়। এর বিপরীতে ১৪ কোটি ৪৩ লাখ ২০ হাজার ১৯৬ টাকার পণ্য মিয়ানমার হতে আমদানি হয়েছে। অপরদিকে ৪২টি বিল অব এক্সপোর্টের মাধ্যমে ২ কোটি ৪৩ লাখ ৭১ হাজার ৪০৮ টাকার পণ্য মিয়ানমারে রপ্তানি হয়েছে।
টেকনাফ স্থলবন্দর শুল্ক কর্মকর্তা হুমায়ুন কবির জানান, জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক নতুন অর্থবছরে টেকনাফ স্থলবন্দরের জন্য এখনো রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেনি। ওই মাসে যথারীতি মিয়ানমার হতে কাঠ, হিমায়িত মাছ, আচার, আদা, হলুদ, বেত, কম্বল, সেন্ডেল, প্রভৃতি আমদানি এবং সিমেন্ট, গার্মেন্টস কাপড়, ওষুধ, বিস্কুটসহ বেশ কিছু পণ্য রপ্তানি হয়েছে। প্রসঙ্গত, ২০১৪-১৫ অর্থবছরে এনবিআর লক্ষ্যমাত্রা অনুযায়ী ৪৮ কোটি ৮৬ লাখ টাকা আদায় করতে সক্ষম হয়েছিল টেকনাফ শুল্ক কর্তৃপক্ষ।

এই বিভাগের আরও খবর
  • © ২০১৪ - ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | কক্সবাজার আলো .কম
Site Customized By NewsTech.Com