1. litonsaikat@gmail.com : neelsaikat :
  2. shahjahanauh@gmail.com : কক্সবাজার আলো : কক্সবাজার আলো
  3. syedalamtek@gmail.com : syedalam :
  4. bblythe20172018@mail.ru : traceyhowes586 :

ডিএনসি’র অভিযানে দুই ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার

  • আপডেটের সময় : শুক্রবার, ৮ জানুয়ারী, ২০২১
  • ১৭৮ দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজার শহরের হোটেল মোটেল জোনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর (ডিএনসি)। এসময় তাদের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- লাইট হাউজ পাড়ার মৃত মোঃ সাদেকের ছেলে নুর মোহাম্মদ (৩০) ও উখিয়া সোনারপাড়ার মৃত মাহমুদুল্লাহ সওদাগরের ছেলে মোঃ বদিউল আলম প্রকাশ আলমগীর।

শুক্রবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোমেন মন্ডল।

তিনি জানান, বৃহস্পতিবার (৭ জানুয়ারী) গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা ৬টায় দিকে কক্সবাজার শহরের লাইট হাউজ পাড়ায় ও সাংস্কৃতিক কেন্দ্রের সামনের এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এসময় ইয়াবা ব্যবসায়ী নুর মোহাম্মদের কাছ থেকে ২০০ পিস ও বদিউল আলমের কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কক্সবাজার সদর মডেল থানায় দুইটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।

সহকারী পরিচালক সোমেন মন্ডল মাদকবিরোধী এই সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান।

এই বিভাগের আরও খবর

  • © ২০১৪ - ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | কক্সবাজার আলো .কম
Site Customized By NewsTech.Com