নিজস্ব প্রতিবেদক :
সাতকানিয়া থেকে কক্সবাজারে বেড়াতে এসে বঙ্গবন্ধু সাফারী পার্কের কর্মচারী কর্তৃক ছিনতাইয়ের শিকার হয়েছেন ৯ পর্যটক। এতে ছিনতাইকারীর উপর্যুপরী ছুরিকাঘাতে ৫ জন গুরুতর আহত হয়েছেন। ছিনতাইকারীরা পর্যটকদের কাছ থেকে ৫টি দামী মোবাইল, দশ হাজার নগদ টাকা ও একটি স্যামসাং মোবাইল তাদের সামনে ভেংগে ফেলে। পরে আশপাশ লোকজন এগিয়ে গেলে সাফারী পার্কের কর্মচারী ছিনতাইকারীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরন করে। এ ঘটনায় সাফারীপার্কে বেড়াতে যাওয়া পর্যটকরা দিববেদিক ছুটাছুটি ও নিরাপত্তাহীনতায় দ্রুত স্থান ত্যাগ করেন। ঘটনাটি গতকাল সোমবার সকাল ১১ টায় ঘটে। প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, গত ১৯ ডিসেম্বর চট্টগ্রামের সাতকানিয়া থেকে কক্সবাজারে বেড়াতে যায় সাতকানিয়া উচ্চ বিদ্যালয়ের ৯ জনের একটি পর্যটক টীম। পরে কক্সবাজার একদিন অবস্থান করার পর সাতকানিয়া চলে যাওয়ার পর তারা ডুলাহাজারা সাফারীপার্কে প্রবেশ করে। প্রবেশ করার পর ভিতরে গহীন জংগল দিয়ে অপরপ্রান্তে যাওয়ার সময় তাদের গতিরোধ করে সাফারীপার্কের কর্মচারী মো: খোকন, আবদু জলিল, সাইদুজ্জামান ও নুরুল আমিন মিলে আরো ৮/৯ জনের সংঘবদ্ধ ছিনতাইকারীর দল নিয়ে তাদেরকে অস্ত্রের মূখে জীম্মি করে ব্যাপক মারধর করে মোবাইল, নগদ টাকা ও বিভিন্ন মালামাল ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। আহতরা হলেন, তাদের নোহার ড্রাইভার মোহাম্মদ সেলিম, গিয়াস উদ্দিন, রিযাদ, আনোয়ার ও জমির উদ্দিন। সর্বশেষ তারা কক্সবাজার জেলা সদর হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে রাতে সাতকানিয়া চলে গেছেন বলে জানা গেছে। পরে আহতরা কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসার জন্য আসলে এই লোহমুর্ষক বর্ননা দেন স্থানীয় সাংবাদিকদের।