1. litonsaikat@gmail.com : neelsaikat :
  2. shahjahanauh@gmail.com : কক্সবাজার আলো : কক্সবাজার আলো
  3. syedalamtek@gmail.com : syedalam :
  4. bblythe20172018@mail.ru : traceyhowes586 :

তরুণ ধনীদের মধ্যে শীর্ষে জুকারবার্গ

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০১৫
  • ৬৮ দেখা হয়েছে

কক্সবাজার আলো ডেস্ক :
৩৫ বছরের কম বয়সী বিশ্বের শীর্ষ ২০ জন ধনীর মধ্যে প্রথম স্থানে রয়েছে ফেসবুকের প্রতিষ্ঠাতা ৩১ বছর বয়সী মার্ক জুকারবার্গ। সম্প্রতি ওয়েলথএক্স ডট কম নামক ধনীদের জরিপকারী একটি ওয়েব সাইটের জরিপে এ তথ্য জানানো হয়। জরিপে বলা হয়, জুকারবার্গ প্রায় ৪১.৬ বিলিয়ন ডলারের মালিক এবং বিশ্বের তরুণ শীর্ষ বিলিয়নিয়রদের মধ্যে একজন।
এ তালিকার মধ্যে শুধু জুকারবার্গই সম্পূর্ণ নিজের প্রচেষ্টায় এ পর্যায়ে উঠে এসেছেন। বাকিরা তাদের পূর্বপুরুষদের কাছ থেকে পাওয়া সম্পদের বিনিময়ে এ তালিকায় উঠে এসেছেন।
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ফেসবুকেরই আরেক সহপ্রতিষ্ঠাতা ৩১ বছর বয়সী ডাস্টিন মস্কোভিজ। তিনি প্রায় ৯.৩ বিলিয়ন ডলারের মালিক। ২০ জনের এ তালিকার মধ্যে রয়েছে ৬ জন নারী উদ্যোক্তা।
সূত্র: ডেইলি মেইল।

এই বিভাগের আরও খবর
  • © ২০১৪ - ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | কক্সবাজার আলো .কম
Site Customized By NewsTech.Com