1. litonsaikat@gmail.com : neelsaikat :
  2. shahjahanauh@gmail.com : কক্সবাজার আলো : কক্সবাজার আলো
  3. syedalamtek@gmail.com : syedalam :

দেড় লাখ ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০
  • ৭১ দেখা হয়েছে

আমিনুল কবির,কক্সবাজার আলো :
মেরিন ড্রাইভ রোডের ছোট বাইল্যাখালী এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবাসহ মোঃ মিজান (২১) নামে এক রোহিঙ্গা ইয়াবা কারবারীকে আটক করেছে র‌্যাব-১৫। যার মূল্য আনুমানিক ৭ কোটি ৫০ লক্ষ টাকা প্রায়।

আটককৃত মোঃ মিজান (২১) উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের বনি আমীনের ছেলে।

বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৪ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া জালিয়াপালং ইউপিস্থ কক্সবাজার – টেকনাফ মেরিন ড্রাইভ রোডের ছোট বাইল্যাখালী ব্রিজের উপর থেকে অভিযান চালিয়ে রোহিঙ্গা মিজানকে আটক করা হয়। এসময় তার সাথে থাকা বস্তা তল্লাশি করে ১ লক্ষ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মাদক সংক্রান্তে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের আরও খবর
  • © ২০১৪ - ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | কক্সবাজার আলো .কম
Site Customized By NewsTech.Com