1. litonsaikat@gmail.com : neelsaikat :
  2. shahjahanauh@gmail.com : কক্সবাজার আলো : কক্সবাজার আলো
  3. syedalamtek@gmail.com : syedalam :
  4. bblythe20172018@mail.ru : traceyhowes586 :

ধলঘাটা-মাতারবাড়ীর বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়াতে মহেশখালীতে কর্মরত এনজিও’র প্রতি প্রশাসনের আহবান

  • আপডেটের সময় : রবিবার, ২ আগস্ট, ২০১৫
  • ৩৭ দেখা হয়েছে

আবুল বশর পারভেজ, মহেশখালী :
মহেশখালী উপজেলায় চলমান প্রবল জোয়ার ও অতি বৃষ্টির কারনে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্থ মাতারবাড়ী, ধলঘাট ও কুতুবজোম ইউনিয়নের বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়াতে মহেশখালীতে কর্মরত এনজিওদের সহ বিভিন্ন দাতা সংস্থা , বিত্তবান ব্যক্তিদের প্রতি আহবান জানিয়েছেন মহেশখালী কুতুবদিয়ার সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক, উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন ইব্রাহিম ও ইউএনও আনোয়ারুল নাছের।
২ আগস্ট সকাল ১০টায় মহেশখালীতে কর্মরত বেসরকারী এনজিও সংস্থার প্রতিনিধিদের সম্বনয় সভায় উপজেলা প্রশাসন থেকে এসব দাবি করেন।
অন্তত ৬ হাজার কাচাবাড়ীঘর এ প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ হয়েছে। একই সাথে শতাধিক চিংড়ী ঘের,কয়েক শত পানের বরজ নষ্ট হয়েছে।  যা সহজে পূরন হবার নয়।  বিশেষ করে ধলঘাটা ,মাতারবাড়ীর অনেক দরিদ্র মানুষ গৃহহিন হয়ে পড়েছে, বিভিন্ন পানি বাহিত রোগের সৃষ্টি হচ্ছে ।  খাবার সংকট দেখা দিয়েছে শত শত মানুষের ।
এসব মানুষের পূর্নবাসনে সরকারের পাশাপাশি কর্মরত বিভিন্ন এনজিও, ব্যাংক, সমাজিক সংগঠন, সমাজের বৃত্তবান ব্যক্তি বর্গের প্রতি আহবান জানান।  এসব এলাকায় খাদ্য,চিকিৎসা, অবকাটামোগত সহায়তা করার অতীব প্রয়োজন হয়ে পড়েছে।
এনজিও  সম্বনয় সভায় দ্রুত মানবিক সহায়তার জন্য প্রতিটি  সংস্থার পক্ষ থেকে সহায়তা তহবিল গঠন করা হয়।
মহেশখালী উপজেলা নিবার্হী অফিসার আনোয়ারুল নাছের এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল আলম সাকিব, ধলঘাটা মাতারবাড়ীর ক্ষতিগ্রস্থ লোকজনের নিকট সহায়তার জন্য ৫ সদস্য বিশিষ্ট ত্রাণ তহবিল কমিটি গঠন করায়। সরকারী দপ্তরের কর্মকর্তা, সংবাদ পত্রের প্রতিনিধি সহ এনজিও সংস্থার সূর্যের হাসি ক্লিনিক এর ম্যানেজার মোঃ সাজ্জাত হোসেন, রিক এর প্রকল্প কর্মকর্তা  হাজী আলীয়া মান্না , পিএইচডি ট্রেইনার  মুসলেম উদ্দিন, গণস্বাস্থ্য কেন্দ্রের ম্যানেজার মোস্তফা কামাল, এসএ আরপি ভির রিকেটস প্রোগ্রামের ম্যানেজার নুরুল আলম সিকদার, মুক্তি কক্সবাজার শাখা ব্যবস্থাপক জসিম উদ্দিন, ব্র্যাক এর কর্মসূচি সংগঠক ইব্রাহিম, সিসিডিএফ এর নির্বাহী পরিচালক সুব্রত দত্ত, শক্তি ফাউন্ডেশনের ম্যানেজার মোবারক হোসেন লিমন, আশা র শাখা ব্যবস্থাপক মোঃ সিরাজুল হক, সাংবাদিক মাহাবুব রোকন, আমিনুল হক, বাংলা জার্মান সম্প্রীতি বিজিএস এর সম্বনয়কারী খোরশেদ আলম, ব্যুরো বাংলাদেশ শাখা ব্যবস্থাপক মোঃ শামসুল আলম, কোস্ট ট্রাস্ট সম্বনয়কারী  মনিরুজাম্মান হিরা, কোডেক শিখন কর্মসূচির ট্যাকনিক্যাল অফিসার রবিউল আওয়াল সুজন,  ইপসার উপজেলা ম্যানেজার আবু নাছের, এসএ আরপি ভির এমসি প্রোগ্রামের কডিনেটর মহসীন হোসেন, প্রত্যাশির সংস্থার এডমিন মোঃ আরিফ উদ্দিন, কোস্ট ট্রাস্ট এর সামাজিক সুরক্ষা প্রকল্পের  প্রোগ্রামের অফিসার ইকবাল হোসেন প্রমুখ।
সভায় মহেশখালী কুতুবদিয়ার সাংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক মোবাইল ফোনে দূর্গত মানুষের মানবিক সহয়তার জন্য এগিয়ে আসার আহ্বান জানান।

এই বিভাগের আরও খবর
  • © ২০১৪ - ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | কক্সবাজার আলো .কম
Site Customized By NewsTech.Com