নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি :
নাইক্ষ্যংছড়ি সীমান্তের আশারতলী এলাকায় অভিযান চালিয়ে বসত ঘর থেকে ৪০৬ ভরি ওজনের ২৮টি স্বর্ণের বারসহ দুইজন পাচারকারীকে আটক করেছে পুলিশ।
সোমবার (৩০ নভেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের একদল সদস্য বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
আটকরা হলেন, নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আশারতলী এলাকার মো: ফারুক (৩৫) ও মরিয়ম খাতুন (৩০)।
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ ওসি আলমগীর হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বসত ঘর হতে উদ্ধার হওয়া ২৮টি স্বর্ণের বার যাহা প্রতিটি বারের ওজন ১৪.৫ ভরি ওজন করে মোট ৪০৬ ভরি। যার বাজারমূল্য আনুমানিক ৩ কোটি ৪ লক্ষ ৫০ হাজার টাকা।