বার্তা পরিবেশক :
কুতুবদিয়ার প্রত্যন্ত অঞ্চলে গ্রামীন জনগোষ্ঠীর চলাচলের সুবিধার্থে নব নির্মিতব্য কালভার্ট পরিদর্শন করেছেন জাতীয় ছাত্র সমাজ কুতুবদিয়া উপজেলা শাখার নেতৃবৃন্দ। সরকারের সহযোগীতায় জাতীয় ছাত্র সমাজের প্রচেষ্টায় কালভার্টগুলো নির্মাণ করা হয়। পরিদর্শনকালে কক্সবাজার জেলা জাতীয় ছাত্র সমাজের যুগ্ন আহবায়ক ও সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এইচ এম এহসান বলেন, গ্রামীন জনগোষ্ঠীর উন্নয়ন ছাড়া দেশ এগিয়ে নেওয়া সম্ভব নয়। পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এভাবেই গ্রামীন জনগোষ্ঠীর উন্নয়নে অগ্রনী হয়ে জাতিকে সমৃদ্ধ দেশ উপহার দিয়েছিলেন। ছাত্র সমাজের পাশাপাশি গ্রামাঞ্চলের অবহেলিত জনগোষ্ঠীর সহযোগীতায় সবাইকে এগিয়ে আসতে হবে। নেতৃবৃন্দ গ্রামীন জনগোষ্ঠীর কষ্ট লাঘবে এ উদ্যোগে সহযোগীতা করায় সরকারের পাশাপাশি উপজেলা জাতীয় পার্টির সভাপতি আ,ন,ম শহীদ উদ্দিন ছোটনকে ধন্যবাদ জানান। তিনি শনিবার কালভার্ট গুলো পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্র সমাজের সভাপতি মনিরুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি রাসেল খান জয়, সহ সভাপতি শওকত খলিল, মুহাম্মদ ইউসুফ, সাধারন সম্পাদক এইচ এম জিল্লুর রহমান জুয়েল, সাংগঠনিক সম্পাদক এইচ এম শহিদুল্লাহ, অর্থ সম্পাদক মোস্তফা কামাল, কলেজ আহবায়ক পারভেজ, উত্তর ধূরুং ইউনিয়ন সভাপতি মাষ্টার হেলাল উদ্দিন, দক্ষিন ধুরুং সদস্য সচিব ফাহিম, সদস্য বাদশাহ সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।