পিএসএলের প্লেসার্স ড্রাফট অনুষ্ঠিত হচ্ছে আজ। পাঁচ ক্যাটাগরিতে ৩১০ ক্রিকেটারের মধ্য থেকে দল গুছিয়ে নিচ্ছে পাঁচ ফ্র্যাঞ্চাইজি। নিজেদের দ্বিতীয় টানে সাকিব আল হাসানকে পায় করাচি কিংস।
ড্রাফটে ১৩৮ দেশি ক্রিকেটারের সঙ্গে তালিকায় আছেন ১৭২ জন বিদেশি। ২০ রাউন্ডে সবমিলিয়ে ১০০ জন ক্রিকেটারকে বেছে নেয়া হবে।
প্লেয়ার্স ড্রাফটের প্রাথমিক তালিকায় আছেন দশ বাংলাদেশি। সর্বোচ্চ প্লাটিনাম ক্যাটাগরিতে ছিলেন সাকিব আল হাসান। ডায়মন্ড ক্যাটাগরিতে কোন বাংলাদেশি নেই। মুশফিক, তামিমের সঙ্গে টাইগারদের দুই তরুণ সেনসেশন মুস্তাফিজ ও সৌম্য আছেন গোল্ড ক্যাটাগরিতে। সিলভার ক্যাটাগরিতে রাখা হয়েছে ইমরুল কায়েস, মাহমুদুল্লাহ, এনামুল বিজয় ও মুমিনুল হককে।
সামনের ফেব্রুয়ারিতে আরব আমিরাতে শুরু হচ্ছে পিএসএলের প্রথম এই আসর।
প্লাটিনাম ক্যাটাগরিতে তিনজন করে খেলোয়াড়কে নেয় মালিকরা।
করাচি কিংস ডাকে যথাক্রমে শোয়েব মালিক, সাকিব আল হাসান, সোহেল তানভীরকে।