প্রেস বিজ্ঞপ্তি ॥
উখিয়া উপজেলার পূর্বরত্না বৌদ্ধ যুব ঐক্য পরিষদের কার্যকরী কমিটির মেয়াদোত্তীর্ণ হওয়ায় পরিষদের বিধি অনুযায়ী ৭ আগষ্ট রাত ৮টায় পূর্বরতœা আনন্দ বিহার প্রাঙ্গণে আহবায়ক কমিটি গঠন কল্পে পরিষদের সভাপতি শিশু বড়ুয়ার সভাপতিত্বে এক সভা সম্পন্ন হয়েছে। এসময় সভাপতি শিশু বড়ুয়া বলেন, আমাদের কার্যকরী কমিটির মেয়াদ ২ বৎসর পূর্তি হওয়ায় বিধি মোতাবেক নতুন কমিটি গঠনকল্পে একটি আহবায়ক কমিটি গঠনের প্রয়োজনীয়তা রয়েছে। তাই সর্বসম্মতিক্রমে বর্তমান কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়।
পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য পলাশ বড়ুয়া বলেন, অবহেলিত জনপদের এ সামাজিক সংগঠনটি হাটি-হাটি পা-পা করে ১২বৎসর পূর্তিতে প্রতিষ্ঠালগ্ন থেকে যে সকল সদস্য, গ্রামবাসী তথা উখিয়া বৌদ্ধ সমাজের সকলকে সার্বিক সহযোগিতা করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সাথে সমস্বরে সকলের নীরোগ ও দীর্ঘায়ু জীবন কামনা করেন।
সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে বাপ্পু বড়ুয়াকে আহবায়ক, পিকু বড়ুয়াকে যুগ্ম আবায়ক ও রুবেল বড়ুয়াকে সদস্য করে ৩ সদস্যের একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সুকেল বড়ুয়া, জুবেল বড়ুয়া, নুকুল বড়ুয়া, রুবেল বড়ুয়া-২, রকি বড়ুয়া, সুমন বড়ুয়া, মান্না বড়ুয়া, রিপন বড়ুয়া চুরু, মান্না বড়ুয়া, রানা বড়ুয়া, পলাশ বড়ুয়া-২, নুনু বড়ুয়া, যীশু বড়–য়া, বিশ্বজিত বড়ুয়া, আকাশ বড়ুয়া, প্রণব বড়ুয়া, রকি বড়ুয়া-২, উজ্জ্বল বড়ুয়া, বাপ্পারাজ বড়ুয়া, উদয়ন বড়ুয়া, বিকাশ বড়ুয়া, রনি বড়ুয়া প্রমুখ।