1. litonsaikat@gmail.com : neelsaikat :
  2. shahjahanauh@gmail.com : কক্সবাজার আলো : কক্সবাজার আলো
  3. syedalamtek@gmail.com : syedalam :
  4. bblythe20172018@mail.ru : traceyhowes586 :

পেকুয়ায় এলাকাবাসীকে এম.পি ইলিয়াছের সালাম ও ঈদ শুভেচ্ছা জানিয়ে মিছিল

  • আপডেটের সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০১৫
  • ৯২ দেখা হয়েছে

এস.এম.ছগির আহমদ আজগরী, পেকুয়া :
কক্সবাজারের পেকুয়ায় এলাকাবাসীকে পবিত্র ঈদুল ফিতরের সালাম ও শুভেচ্ছা জানিয়ে মিছিল করেছে নেতাকর্মীরা। গতকাল ১৭জুলাই বিকাল ৩টায় উপজেলার সদর ইউনিয়নের ছিরাদিয়া জেটিঘাট এলাকায় এ মিছিল অনুষ্টিত হয়। জানা যায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের মাননীয় সংসদ সদস্য জাপা নেতা আলহাজ¦ মুহাম্মদ ইলিয়াছ এম.পি’র পক্ষে এলাকাবাসীকে সালাম, শুভেচ্ছা ও ঈদ মোবারক জানাতে স্থানীয় সমাজকর্মী মোঃ নাজিরুল ইসলাম লালা ও মোঃ পেচুঁ মিয়ার নেতৃত্বে প্রায় শতাধিক নেতাকর্মী সমর্থক শুভানূধ্যায়ী উপজেলার সদর ইউনিয়নের জেটিঘাট এলাকায় জমায়েত হন। এসময় তারা দলীয় নেতা সাবেক রাষ্ট্রপতি পল্লী বন্ধু হুসাইন মুহাম্মদ এরশাদ, বিরোধী দলীয় নেত্রী প্রাক্তন ফার্স্ট লেডি রওশন এরশাদ, জাপা মহাসচিব জিয়াউদ্দিন আহমদ বাবলু ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য জাপা নেতা আলহাজ¦ মুহাম্মদ ইলিয়াছ এম.পি’র ছবি সম্বলিত রঙ্গিন ডিজিটাল ব্যানারে এলাকাবাসীকে ঈদের সালাম, শুভেচ্ছা ঈদ মোবারক লেখা শ্লোগানে মুখরিত করে ছিরাদিয়া এলাকার বিস্তির্ণ বেড়িবাঁধ সড়ক প্রদক্ষিণ করে।

এই বিভাগের আরও খবর
  • ২০১৪ - ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | কক্সবাজার আলো .কম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ‌্য মন্ত্রণালয়ে আবেদিত ।
Site Customized By NewsTech.Com