1. litonsaikat@gmail.com : neelsaikat :
  2. shahjahanauh@gmail.com : কক্সবাজার আলো : কক্সবাজার আলো
  3. syedalamtek@gmail.com : syedalam :
  4. bblythe20172018@mail.ru : traceyhowes586 :

পেকুয়ায় জাতীয় শ্রমিক লীগের শোক দিবসের র‌্যালী ও আলোচনা সভা

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০১৫
  • ৬৫ দেখা হয়েছে

পেকুয়া প্রতিনিধি :
কেন্দ্র ঘোষিত জাতীয় শ্রমিক লীগ পেকুয়া উপজেলা শাখার উদ্যোগে জাতীয় শোক দিবসের র‌্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। গত মঙ্গলবার (১৮আগষ্ট) সকাল ১০টায় জাতীয় শ্রমিক লীগ পেকুয়া উপজেলা শাখার উদ্যোগে উপজেলা সদরে শোক র‌্যালী করেছে। র‌্যালীটি উপজলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে নেতৃবৃন্দরা পেকুয়া উপজেলা রিসোর্স সেন্টারে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় অংশ নেয়। শ্রমিক লীগ পেকুয়া উপজেলা শাখার সভাপতি এইচ এম নুরুল আবচারের সভাপতিত্বে ও সাধারান সম্পাদক সাইফুল ইসলাম বাবুলের পরিচালনায় অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্য রাখেন, বিশেষ অথিতির বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট সমাজসেবক মুফিজুর রহমান। উপজেলা জাতীয় পার্টির পেকুয়া উপজেলা শাখার সদস্য সচিব এম. দিদারুল করিম। আলোচনায় সভায় বক্তারা বলেছেন, ১৯৭১সালের ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে খুনি মোস্তাক গং দেশের মাঠি ও মানুষের সাথে চরম বেঈমানী ও রাষ্ট্রবিরোধী অপরাধ করেছিল। এখনো সেই খন্দকার মোস্তাকের অনুসারীরা বাংলার জমিনে দাপিয়ে বেড়াচ্ছে। এসব বেঈমান ও দেশবিরোধীদের বিরুদ্ধে স্বোচ্চার হয়ে শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ গঠনে জাতীয় শ্রমিক লীগের নেতাকর্মীদের নিরলসভাবে কাজ করে যেতে হবে। এছাড়া দেশের বাইরে বিভিন্ন স্থানে পালিয়ে থাকা খুনিদের দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানান। এদিকে সম্প্রতি পেকুয়ার একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাতীর জনক শেখ মুজিবুর রহমান ও জাতীয় শোক দিবস নিয়ে কটুক্তি করেছে তার শাস্তি প্রশাসনকে নিশ্চিত করতে হবে। শোকের মাস ও জাতির পিতাকে নিয়ে প্রধান শিক্ষক যে কটুক্তিসহ মন্তব্য করেছে তার কঠোর বিচারের দাবী করেছেন নেতৃবৃন্দরা। অন্যতায় পেকুয়ার গণমাণুষকে সাথে নিয়ে ওই বিতর্কিত প্রধান শিক্ষক নাছির উদ্দিনের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলা হবে। সভায় বক্তব্য রাখেন সদর ইউনিয়নের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. সেলিম উদ্দিন, পেকুয়া উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি মো. আবদু জব্বার ও সহ-সভাপতি মো. ফরিদুল আলম, উপজেলা শ্রমিক লীগের প্রচার সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক গিয়াস উদ্দিন, সদর ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের সভাপতি বাহার উদ্দিন ও সাধারান সম্পাদক খোরশেদ আলম বাবুল, উজানটিয়া শ্রমিক লীগের আহবায়ক গিয়াস উদ্দিন (আবদুল হক), রাজাখালী শ্রমিক লীগের সাধারান সম্পাদক বদরুল আলম, পেকুয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক বেলাল উদ্দিন মিয়াজী, ছাত্রলীগ নেতা এহেতেশামুল হক, পেকুয়া কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি তৌহিদুল ইসলাম, পেকুয়া কলেজ শাখার সভাপতি জয়নাল আবেদীন, উপজেলা প্রজম্ম লীগের এহছানুল হক, সদর ইউনিয়ন সভাপতি মোঃ রিফাত, শ্রমিক লীগ নেতা ওসমান, মনছুর, রাসেল, জয়নাল প্রমূখ।

এই বিভাগের আরও খবর
  • © ২০১৪ - ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | কক্সবাজার আলো .কম
Site Customized By NewsTech.Com