নিজস্ব প্রতিনিধি :পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নে বারাইয়াকাটা গ্রামে পুলিশের উপর হামলার ঘটনায় লম্বাকিরিচসহ রিদুয়ান(৩৫) নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পেকুয়া থানা পুলিশ। গত ২৯ জুন বিকাল ৫ টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, গত সোমবার ফাসিয়াখালী ফাজিল মাদ্রাসা কেন্দ্রে জসিম উদ্দিন নামের এক ফাজিল পরীক্ষার্থী কেন্দ্র সচিবের সাথে অসৌজন্যমুলক আচরণ করলে ওই ছাত্রের সাথে তর্কাতর্কি হয়। এ ব্যাপারে ওই ছাত্র কেন্দ্র সচিবকে মোবাইলে হুমকি ধমকি দিলে কেন্দ্র সচিব বাদী হয়ে পেকুয়া থানার ইনচার্জ এর নিকট আবেদন করে। পেকুয়া থানার ইনচার্জ আবদুর রকিব ওই জসিম উদ্দিন নামক ছাত্রকে গ্রেফতার করতে এলাকায় গেলে সে পালিয়ে যায়। অপরদিকে তার ভাই রিদুয়ান কিরিচ দিয়ে পুলিশের উপর হামলা করতে চাইলে পেকুয়া থানার এস,আই ইকবাল তাকে লক্ষ্য করে ৬ রাউন্ড গুলি বর্ষন করে। ওই সন্ত্রাসী রিদুয়ান পুলিশের উপর কিরিচ দিয়ে হামলা করতে চাইলে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। গ্রেফতারকৃত রিদুয়ান বারাইয়াকাটা এলাকার মৃত ঠান্ডা মিয়ার পুত্র। এ ব্যাপারে পেকুয়া থানার অফিসার ইনচার্জ আবদুর রকিব ঘটনার সত্যতা স্বীকার করেন।