1. litonsaikat@gmail.com : neelsaikat :
  2. shahjahanauh@gmail.com : কক্সবাজার আলো : কক্সবাজার আলো
  3. syedalamtek@gmail.com : syedalam :
  4. bblythe20172018@mail.ru : traceyhowes586 :

পেকুয়ায় বন্যা দুর্গত মানুষের মাঝে জেলা বিএনপির চাল বিতরণ

  • আপডেটের সময় : সোমবার, ২৯ জুন, ২০১৫
  • ১৩৩ দেখা হয়েছে

IMG-20150629-WA0001এফ এম সুমন,পেকুয়া কক্সবাজার :
সম্প্রতি পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে  ভয়াবহ বন্যায় দুর্গত মানুষের মাঝে চাল বিতরণ করেন কক্সবাজার জেলা বিএনপির নেতৃবৃন্দ।এসময় উপস্থিত ছিলেন,কক্সবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য শাহাজাহান চৌধুরী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী,পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি ও পেকুয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান এম.বাহাদুর শাহ।পেকুয়া উপজেলা যুবদলের সভাপতি ও পেকুয়া উপজেলা চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু,পেকুয়া উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ও টইটং ইউনিয়নের চেয়ারম্যান জেড এম মুসলেহ উদ্দিন,পেকুয়া উপজেলা মতস্যজীবি দলের সভাপতি হারুনুর রশীদ,পেকুয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইয়াছিন আরাফাত,পেকুয়া উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সালাহউদ্দিন,পেকুয়া উপজেলা ছাত্রদলের সিনিয়র সদস্য এফএম সুমন,শ্রমিক দলের সহসাংগঠনিক জামাল উদ্দিন,ছাত্রনেতা শোয়াইব,যুবদলের মানিক এম ইউ পি,দুদু,ইউনুস,মহিউদ্দীন,নুরচ্ছফা সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।এসময় কক্সবাজার জেলা বিএনপি পেকুয়া ইউনিয়ন পরিষদের সামনে বন্যা দুর্গত মানুষের মাঝে চাল বিতরণ করেন।এবং বিএনপির পক্ষ থেকে দলীয় ভাবে চাল বিতরণের ঘোষণা দেন।

এই বিভাগের আরও খবর

  • © ২০১৪ - ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | কক্সবাজার আলো .কম
Site Customized By NewsTech.Com