পেকুয়া প্রতিনিধি :
পেকুয়ায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধ স্থাপনা দোকানপাট উচ্ছেদ, লোক সমাজে পরিচিত একটি ভোগ্য পণ্য কোম্পানীর নাম ভাংগিয়ে প্রতারণা মূলক ব্যবসা পরিচালনায় সংশ্লিষ্টতার দায়ে এক দোকানীর সাইন বোর্ড গুড়িয়ে দিয়েছে আদালত। জানা যায়, গতপরশু ২৬আগষ্ট বুধবার পেকুয়া উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইউএনও মোঃ মারুফুর রশিদ খান উপজেলার গুরুত্বপূর্ণ কলেজ গেইট চৌমুহুনী ও পেকুয়া আলহাজ¦ কবির আহমদ চৌধুরী বাজারে আকষ্মিক মোবাইল কোর্ট পরিচালনায় নামেন। এসময় পেকুয়া কলেজ গেইট চৌমুহুনীতে একটি স্বনামধন্য ভোগ্য পণ্য উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্টানের নামের সাইন বোর্ড লাগিয়ে ব্যবসা পরিচালনার দায়ে নিউ ফুলকলি জুসবার নামের একটি কনফেকশনারী দোকানে অভিযান চালিয়ে প্রতিষ্টানের ব্যবহৃত প্রতারণা মূলক সাইন বোর্ড গুড়িয়ে দেন ও এধরনের ব্যবসা পরিচালনা থেকে বিরত থাকার জন্য সতর্ক করেন। পরে, তিনি পেকুয়া আলহাজ¦ কবির আহমদ চৌধুরী বাজারের পূর্ব দক্ষিণ পাশের্^ পানি চলাচলের পথের উপর অনুমতি ছাড়া অবৈধ কাঠের সেতু বসানোয় সেটিও গুড়িয়ে দেন। এসময় পেকুয়া আলহাজ¦ কবির আহমদ চৌধুরী বাজারের প্রধান সড়ক ও তার আশপাশে দোকান বসিয়ে স্বাভাবিক যান ও জন চলাচল ব্যাহতে জড়িত একাধিক অবৈধ স্থাপনা দোকানপাট উচ্ছেদ করে দেন। এসময় পেকুয়া থানার ওসি’র নির্দ্দেশে ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন পেকুয়া থানার একদল পুলিশ। পেকুয়ার ইউএনও মোঃ মারুফুর রশিদ খান ও ওসি মোঃ আবদুর রকিব ভ্রাম্যমান আদালত পরিচালনার সত্যতা নিশ্চিত করেছেন।