এফ এম সুমন, পেকুয়া :
পেকুয়ার অন্যতম বিদ্যা নিকেতন পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকুলীয় কলেজের ২০১৪-২০১৫ সালের এইস এস সি পরিক্ষার পুর্ব নির্বাচনী পরিক্ষা(টেষ্ট পরিক্ষার)ফল আনুষ্ঠানিক ভাবে গতকাল রবিবার প্রকাশ করা হয়।কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান ও নির্বাচনী পরিক্ষা কমিটির আহবায়ক অধ্যাপক মুহাম্মদ আলীর স্বাক্ষরে এই ফল প্রকাশ করা হয়।পাশের হার মানবিক বিভাগে ৭৯.৬২% বানিজ্য বিভাগে ৭১.৩২% এবং বিজ্ঞান বিভাগে ৯৪.১১%।তবে এক বিষয়ের উপরে যাদের খারাপ হয়েছে তাদের রেজাল্ট স্থগিত রাখা হয়েছে।এ ব্যাপারে পরিক্ষার কমিটির আহবায়ক অধ্যাপক মুহাম্মদ আলী জানান,আমরা স্বচ্ছতার ভিত্তিতে এই রেজাল্ট প্রকাশ করেছি।এখানে যাদের এক বিষয়ে খারাপ হয়েছে তাদের রেজাল্ট স্থগিত রেখেছি তাদের অবিভাবকদের সাথে কথা বলে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।তবে সকাল থেকে দফায় দফায় পরিক্ষা কমিটির বৈঠক শেষে এই ফল প্রকাশ করা হয়েছে বলে জানা যায়।