এম আবুহেনা সাগর, ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার পোকখালী ইউনিয়নের গোমাতলীতে হাসান আলী নামে এক ব্যক্তি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। ২১ ডিসেম্বর বিকেল ৩ টার সময় বর্ণিত ইউনিয়নের ৭নং ওয়ার্ড তথা রাজঘাট গ্রামে ঘটে এ ঘটনা। সে চার সন্তানের জনক এবং ঐ এলাকার মৃত শহর মুল্লুকের পুত্র। তবে সে দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভোগছিলেন বলে স্থানীয় সূত্রে প্রকাশ। জানা যায়, হাসান আলী ২১ ডিসেম্বর সোমবার বিকেলে বাড়িতে পরিবারের লোকজনের অজান্তে রশি টাংগিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। তবে কি কারনে আত্বহত্যা করেছে তা জানা যায়নি। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ঈদগাঁওর একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় ওয়ার্ড মেম্বার শহিদ উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।