বিশেষ প্রতিনিধি :
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করার জন্য নির্দেশনা জারী করায় জমিয়াতুল মোদার্রেছীনের কক্সবাজার জেলা সভাপতি প্রিন্সিপ্যাল কামাল হোছাইন ও জেলা সহ-সভাপতি প্রিন্সিপ্যাল মুহাম্মদ জাফরুল্লাহ নূরী এবং মহাসচিব প্রিন্সিপ্যাল শাহাদত হোছাইন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদকে গতকাল এক বিবৃতিতে অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে নেতৃবৃন্দ শিক্ষা মন্ত্রণালয়ের সাথে সম্পৃক্ত সকল কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আন্তরিক মোবারকবাদ জানান। দেশের পীর-মাশায়েখ,আলেম-ওলামা,ইসলামী শিক্ষাবিদ-চিন্তাবিদ, মাদরাসা ছাত্র-শিক্ষকরা দীর্ঘদিন থেকে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের দাবি জানিয়ে আসছিলেন। ইসলাম প্রিয় এসব মানুষের শত বছরের স্বপ্নের ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় আজ বাস্তবায়ন হয়েছে।
নেতৃবৃন্দ বলেন, নানা প্রতিকুলতার মধ্যে ও এই মহতি ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়নে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী যে ভূমিকা রেখেছেন তা এদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে। সত্যিই ঐতিহাসিক দায়িত্ব পালন করেছেন তারা। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী ইসলামি শিক্ষার প্রতি সহানুভুতি বিশেষ করে মাদরাস শিক্ষার প্রতি আন্তরিকতার যে, দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা জাতি অবশ্যই স্মরণ করবে। নেতৃবৃন্দ আরো বলেন এটা বাংলাদেশ জমিয়াতুল মোর্দারেছীনের সভাপতি আলহাজ্ব এএমএম বাহাউদ্দিন ও মহাসচিব অধ্যক্ষ মাওলানা শাব্বির আহমদ মোমতাজীর অক্লান্ত পরিশ্রম করায় তাদেরকে ও ধন্যবাদ জানানো হয়।
গতকাল কক্সবাজার জেলা জমিয়াতের সাধারণ সম্পাদক প্রিন্সিপ্রাল মাওলানা শাহাদত হোছান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই অভিনন্দন ও মোবারকবাদ জানানো হয়।#