‘তুমি অন্তরে, এই অন্তরে আছো নিরন্তন’ শিরোনামের গান দিয়ে শুরু হলো ফাগুনের আগুন চলচ্চিত্রের যাত্রা। স্বপ্ন ছোঁয়া, ধূমকেতু, রক সিনেমার পর শফিক হাসান এ সিনেমাটি নির্মাণ করছেন। গাজী মাজহারুল আনোয়ারের চিত্রনাট্যে সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক তানভীর সিজান, চিত্রনায়িকা পুষ্পিতা পপি ও অনিকা সুলতানা।
আজ সোমবার (২১ ডিসেম্বর) রাজধানীর শ্রুতি স্টুডিওতে ‘তুমি অন্তরে, এই অন্তরে আছো নিরন্তন’ শিরোনামের গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। এতে কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী কনা ও প্রতিক হাসান। গাজী মাজহারুল আনোয়ারের লেখা এ গানের সংগীতায়োজন করেছেন ফরিদ আহম্মেদ।
এ প্রসঙ্গে শফিক হাসান বলেন, ‘আজ থেকে ফাগুনের আগুন সিনেমার যাত্রা শুরু হলো। আগামী ২৪ ডিসেম্বর, থেকে সোহাগ পল্লীতে এর শুটিং শুরু করব। তারপর দেশের বিভিন্ন লোকেশনে দৃশ্যায়নের কাজ করব।’
দাইয়ান মুভিজ প্রযোজিত এ সিনেমায় গান থাকবে মোট ছয়টি। এর একটি গানের কণ্ঠ দিয়েছেন কনা ও প্রতিক হাসান। এ ছাড়া অন্যান্য গানের শিল্পী এখনো ঠিক হয়নি বলে নির্মাতা সূত্রে জানা গেছে।