1. litonsaikat@gmail.com : neelsaikat :
  2. shahjahanauh@gmail.com : কক্সবাজার আলো : কক্সবাজার আলো
  3. syedalamtek@gmail.com : syedalam :
  4. bblythe20172018@mail.ru : traceyhowes586 :

ফেসবুকের অভিযোগ শুনতে হেল্পলাইন

  • আপডেটের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০১৫
  • ৩৬ দেখা হয়েছে

কক্সবাজার আলো ডেস্ক :
ফেসবুকসহ সব ধরনের সোস্যাল মিডিয়ার যেকোন অভিযোগ জানাতে হেল্পলাইন চালু করা হয়েছে। সোস্যাল মিডিয়ার অপব্যবহার ও অপরাধ ঠেকাতেই এই হেল্পলাইন (০১৭৬৬-৬৭ ৮৮ ৮৮) চালু করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তরকালে ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য নবী নেওয়াজের এ সংক্রান্ত এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী জানান, ফেসবুক বা ইন্টারনেট ব্যবহারে নিরাপত্তা দিতে হেল্পলাইনটি বর্তমানে ২৪ ঘণ্টা চালু রয়েছে।
ফেসবুক বর্তমানে সবচেয়ে বর্ধনশীল সোস্যাল মিডিয়া বলেও জানান প্রতিমন্ত্রী। বর্তমানে প্রতি ১২ সেকেন্ডে একজন করে নতুন ফেসবুক আইডি খুলছেন।
সরকারি দলের সদস্য বেগম ফজিলাতুন নেসা বাপ্পীর প্রশ্নের জববাবে প্রতিমন্ত্রী বলেন, ৫ সেপ্টেম্বর ৪৮৭টি উপজেলায় ইন্টারনেট মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এটি হবে বিশ্বের সবচাইতে বড় ইন্টারনেট সপ্তাহ।

এই বিভাগের আরও খবর
  • © ২০১৪ - ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | কক্সবাজার আলো .কম
Site Customized By NewsTech.Com