আমিনুল কবির, কক্সবাজার আলো :
টেকনাফের শালবন পাহাড় এলাকায় কুখ্যাত ডাকাত জকির গ্রুপের সাথে র্যাবের গোলাগুলিতে জকিরসহ তিন রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছে।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) ২৬ নং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন গভীর পাহাড়ের অরণ্যে এ ঘটনা ঘটে।
এসময় ঘটনাস্থল থেকে দুইটি পিস্তল, দুইটি বন্দুক, পাঁচটি ওয়ান শুটার, ২৫ রাউন্ড বন্দুক ও পিস্তলের গুলি উদ্ধার করা হয়।
র্যাব -১৫ এর কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের শালবন এবং জাদিমুরা রোহিঙ্গা ক্যাম্পের কুখ্যাত ডাকাত জকির গ্রুপ অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযানে গেলে র্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা গুলি চালায়। আত্মরক্ষাথে র্যাবের আভিযানিক দলের সদস্যরাও পাল্টা গুলি চালায়। ঘণ্টাব্যাপী গোলাগুলির পরে গহীন পাহাড়ের ভিতর জকির বাহিনীর জকিরসহ আরও দুইজনের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। এতে র্যাবের দুই সদস্য গুলিবিদ্ধ হয়েছে।
নিহত জকির দলের মূলহোতা জকির ডাকাতের বিরুদ্ধে অস্ত্র, হত্যা, ধর্ষণ, অপহরণ ও মাদকসহ ২০ টির অধিক মামলা রয়েছে।
তিনি আরো জানান, বর্তমানে ঘটনাস্থল র্যাবের আভিযনিক দল ঘিরে রেখেছে এবং এখনো অভিযান চলছে।
Related