1. litonsaikat@gmail.com : neelsaikat :
  2. shahjahanauh@gmail.com : কক্সবাজার আলো : কক্সবাজার আলো
  3. syedalamtek@gmail.com : syedalam :
  4. bblythe20172018@mail.ru : traceyhowes586 :

বন্যার পানিতে চতুর্থ বারের মত ডুবলো ঈদগাঁও বাজার : ব্যাপক ক্ষয়ক্ষতি

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০১৫
  • ৪৭ দেখা হয়েছে

এম আবু হেনা সাগর, ঈদগাঁও :
থেমে থেমে বৃষ্টিপাত আর উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল বন্যার পানিতে ফের চতুর্থ বারের মত ডুবলো কক্সবাজার সদর উপজেলার বহুল আলোচিত বানিজ্যিক এলাকা ঈদগাঁও বাজার সহ আশপাশের গ্রামগঞ্জ। গত তিন দফায় বন্যায় ঈদগাঁও বাজারের ব্যবসায়ী সহ বৃহত্তর এলাকার অসহায় লোকজন ঘুরে দাড়ানোর চেষ্টার পরপরই ফের বন্যার পানিতে ভাসলো বাজারবাসী। জানা যায়, চলতি বর্ষা মৌসুমে ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে চরম আতংকে ভোগছে। কেননা একের পর এক বন্যার পানিতে ডুবে লাখ লাখ টাকার মালামাল নষ্ট হয়ে যাচ্ছে। গতকাল ১৯ আগষ্ট রাত দশটার পর থেকে পাহাড়ী ঢলের পানিতে একাকার হয়ে পড়ে বহুল আলোচিত বানিজ্যিক কেন্দ্র ঈদগাঁও বাজার। এই বন্যার পানি বাজারের অধিকাংশ দোকান পাঠে প্রবেশ করে মালামাল ক্ষতির পাশাপাশি কর্দমাক্তে ছেয়ে গেছে। যেন দুর্ভোগ আর দূর্গতির শেষ নেই ব্যবসায়ীদের। নির্মিত ড্রেনটি ভরাট হয়ে যাওয়ায় বৃষ্টিপাতের পানি চলাচল করতে না পারায় এহেন অবস্থার সৃষ্টি বলে জানান অনেকে। সে সাথে ঈদগাঁও মাইজ পাড়ার ভরা খালটি অর্ধ খননের পর কতৃপক্ষ চলে যাওয়ার ফলে বন্যার পানি সুষ্ঠ ভাবে যাতায়াত করতে না পারায় খালের পাশ্ববর্তী লোকজন বর্তমানে পানিতে হাবুডুবু খাচ্ছে। অপর দিকে ঈদগাঁও বাজারের দক্ষিণ পার্শ্বে বন্যার পানি জমে থাকায় জন ও যানবাহন চলাচলে নানা ভাবে হিমশিম খাচ্ছে। অন্যদিকে ঈদগাঁও ভূমি অফিস, জালালাবাদ সরকারী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, পুলিশ তদন্ত কেন্দ্র সহ আশপাশ এলাকা বর্তমানে প্লাবিত বললে চলে। এদিকে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে হাটু পরিমাণ পানিতে নিমজ্জিত থাকায় ছাত্রছাত্রীরা নানা ভাবে হিমশিম খাচ্ছে। জালালাবাদের তেলি পাড়ার লোকজন বন্যার পানিতে মরণ দশায় ভোগছে। সব মিলিয়ে ঈদগাঁও বাজারে এবার বন্যার পানিতে ডুবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান অনেকে।

এই বিভাগের আরও খবর
  • © ২০১৪ - ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | কক্সবাজার আলো .কম
Site Customized By NewsTech.Com