কক্সবাজার আলো ডেস্ক :
বাংলাদেশী শ্রমিক নিয়োগে নিষেধাজ্ঞা আরোপ করবে না সৌদি আরব। বাংলাদেশের সঙ্গে চুক্তি অনুযায়ী, সৌদি আরবে বিভিন্ন কাজে প্রতিনিয়ত বাংলাদেশী শ্রমিক নিয়োগ বহাল থাকবে। সৌদি সরকারের মুখপাত্র তাইসার আল-মুফাররাজ সোমবার এ তথ্য জানান।
তাইসার আল-মুফাররাজ বলেন, ‘গৃহস্থালি কাজের জন্য বাংলাদেশ শ্রমশক্তি পাঠাতে প্রস্তুত রয়েছে বলে আমাদের জানান হয়েছে। আমরা বাংলাদেশের এ প্রস্তাব সানন্দে গ্রহণ করেছি। এরই মধ্যে সদ্য সমাপ্ত রমজানে বাংলাদেশ থেকে প্রচুর নারী গৃহকর্মী সৌদি আরবে এসেছে এবং তারা কাজ করছে।’
তিনি আরও জানান, সৌদি আরবে প্রচুর নারী গৃহকর্মীর চাহিদা রয়েছে। বাংলাদেশের সঙ্গে চুক্তি অনুযায়ী একজন নারী গৃহশ্রমিক প্রতি মাসে কমপক্ষে ৮০০ সৌদি রিয়াল পারিশ্রমিক পেয়ে থাকেন। এ ছাড়া চুক্তি অনুযায়ী, অন্যান্য সুবিধাও পান।