এক যৌথ অভিনন্দন বার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার ও সেক্রেটারি জেনারেল মো. আতিকুর রহমান বলেন, চট্টগ্রামে অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট দল তিন ম্যাচ ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের বিরুদ্ধে প্রথম বারের মত বিজয় অর্জন করায় জাতি আনন্দিত। এই অসাধারন বিজয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের বিরুদ্ধে বাংলাদেশ ক্রিকেট দল দূর্দান্ত খেলে এ সাফল্য অর্জন করেছে। এ বিজয়ের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট দল এক গৌরবময় ইতিহাস গড়ল। এ বিজয় দেশের সাড়ে ১৬ কোটি মানুষের মুখ উজ্জল করেছে।
শিবির নেতৃবৃন্দ বাংলাদেশ ক্রিকেট দলের সুস্থতা ও মানসিক দৃঢ়তা কামনা করে মহান আল্লাহর নিকট দোয়া করেন।