কক্সবাজার আলো ডেস্ক :
পাকিস্তানের টি২০ অধিনায়ক তিনি। তার নাম শহিদ আফ্রিদি। শ্রীলঙ্কায় যাচ্ছেন দল নিয়ে। তবে তার আগে পরিবারের সাথে বিশেষ সময় কাটানো জরুরি মনে করলেন। বিশেষ করে বাচ্চাদের নিয়ে মাঠে এলেন, তাদের সাথেও ক্রিকেট খেললেন। তারপর কী করলেন! তিনি তার টুইটার একাউন্টে ছবিগুলো পোস্ট করলেন। হ্যান্ডসাম পাঠান খেলোয়াড়টির বাচ্চারাও এককথায় ‘কিউট’। তিনি তাদের সাথে ওয়ার্ম-আপ করলেন, তাদের ব্যাটিং শেখালেন, এমনকি উইকেটের পেছনে কিপিংও করলেন।