1. litonsaikat@gmail.com : neelsaikat :
  2. shahjahanauh@gmail.com : কক্সবাজার আলো : কক্সবাজার আলো
  3. syedalamtek@gmail.com : syedalam :
  4. bblythe20172018@mail.ru : traceyhowes586 :

বাবা-মাকে নিয়ে নিজ ফ্ল্যাটে উঠছেন মুমিনুল

  • আপডেটের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০১৫
  • ৫০ দেখা হয়েছে

কক্সবাজার আলো ডেস্ক :
বাবা-মাকে যখন-তখন কাছে পেতেন না মুমিনুল হক। তাদের সঙ্গে দেখা করতে হলেও যেতে হত কক্সবাজারে। কিন্তু ব্যস্ত সময়সূচির কারণে সেটাও সম্ভব হত না। গাড়ি কিনেছেন অনেক আগেই। কিন্তু ঢাকায় নিজের কোনো স্থায়ী ঠিকানা ছিলো না ছোট্ট মুমিনুলের যেখানে বাবা-মাকে নিয়ে থাকতে পারবেন। বাবার স্নেহ আর মায়ের আদর থেকে বঞ্চিত হতে চাচ্ছেন না বলেই তাদের নিয়ে ঢাকায় চলে আসছেন টেস্টে বিস্ময়কর বালক মুমিনুল। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ফ্ল্যাট কিনেছেন নিজেদের জন্যে। ৮০ ভাগ কাজ শেষ। বাকি ২০ ভাগ হয়ে গেলেই কক্সবাজার থেকে বাবা-মাকে উড়িয়ে নিয়ে আসবেন চন্ডিকা হাথুরুসিংহের ‘মিনি’ (মুমিনুল হককে মিনি নামে ডাকেন হাথুরুসিংহে)।’ জাতীয় দলের হয়ে ১৭ টেস্ট খেলা মুমিনুল হক বাংরার চোখকে বলেন, ‘বসুন্ধরায় নিজের ফ্ল্যাট কিনলাম। নিজের মত করে সাজাচ্ছি। ডেকোরেশনের টুকিটাকি কাজ করছি। ছুটিটা কাজে লাগাচ্ছি এইত।’ ফ্ল্যাট কেনার কারণও জানালেন কক্সবাজারের এই তারকা। বাহাতি এই ব্যাটসম্যানের ভাষ্য, ‘সিরিজ বাদে তো সারাবছর ঢাকাতেই থাকা হয়। লিগগুলোর খেলা হলেও হোটেলে থাকতে হয়। যতটুকু সময় বাকি থাকে সে সময়টা বাবা-মার সঙ্গে থাকতে চাই। ঢাকা থাকলে ওই সময়গুলোতে নিজ থেকেও অনুশীলন করা যায়। বিশ্রামও ভালোমত নেওয়া যায়। বাবা-মাকে নিয়ে একসঙ্গে থাকার মজা ও শান্তি আলাদা। একা থাকলে আবার রান্না-বান্নার ঝামেলা থাকে। চাইলেও মায়ের হাতেও খাওয়া সম্ভব হয় না। কিছুদিন পর থেকেই মা সঙ্গে থাকবে। তাঁর হাতের রান্না করা খাবারও খাওয়া যাবে।’ঢাকায় নিজের ফ্ল্যাটের কাজ করানোর পাশাপাশি মিরপুরে নিয়মিত নিজ থেকে অনুশীলন করছেন মুমিনুল। অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতি একটু আগের থেকেই শুরু করে দিয়েছেন। ২৭ অক্টোবর থেকে জাতীয় দলের ফিটনেস ট্রেনিং শুরু হবে। এর আগে নিজের ভুল-ভ্রান্তিগুলো নিজ থেকে শুধরে নিচ্ছেন মুমিনুল। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখন ব্যাটিংয়ে যে ভুলত্রুটিগুলো আছে তা নিয়ে কাজ করছি। মনযোগ যেন না হারায় সেদিকে খেয়াল রাখছি। টেস্টে ৩০-৪০ কোনো রান নয়। সেট হয়ে গেলে আত্মবিশ্বাসী হয়ে ইনিংস বড় করতে হবে। অস্ট্রেলিয়ার সঙ্গে ভালো করতে হলে নিজেদের সর্বোচ্চটুকু মাঠে দিতে হবে। তাদের বোলিং বিভাগ ব্যাটিংয়ের থেকেও বেশি শক্তিশালী।’

এই বিভাগের আরও খবর
  • © ২০১৪ - ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | কক্সবাজার আলো .কম
Site Customized By NewsTech.Com