টেকনাফের বাহারছড়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার প্রতীক নৌকায় ভোট দিতে হবে এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকাই বাহারছড়ার উন্নয়নের প্রতীক হবে। তাই শেখ হাসিনা ইউপি নির্বাচনে যাকে এই প্রতীকে মনোনয়ন দেন সেই প্রার্থীর জন্য আমরা অক্লান্ত কাজ করে যাবো, প্রয়োজনে আর্থিকভাবে সহযোগিতা করবো বলে ইউনিয়নবাসীকে আশ্বাস দিয়েছেন টেকনাফ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আলম।
বুধবার (০৩ ফেব্রুয়ারি) ইউনিয়নের ৬নং ওয়ার্ড জাহাজপুরা নতুন বাজারে আওয়ামীলীগের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রুস্তম আলীর সভাপতিত্বে কর্মীসভায় বিশেষ অতিথি ছিলেন- টেকনাফ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব মোরশেদ, বাহারছড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো: সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসাইন, যুবলীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন খোকন।
সভায় বক্তারা বলেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের উন্নয়নের প্রতীক নৌকার প্রার্থীকে জয়ী করার জন্য এই কর্মীসভা। সকলকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার জন্য কাজ করতে হবে। উন্নয়নকে ধরে রাখতে নৌকা ছাড়া কোনো বিকল্প নেই।
ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসাইন তাঁর বক্তব্যে এলাকার ভূমিহীন ও অসহায় মানুষের কথা তুলে ধরলে প্রধান অতিথি সেই অসহায় মানুষের দু:খের কথা সরকারের কাছে পৌঁছাবে এবং তাদের বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করার আশ্বাসও দেন।
প্রধান অতিথি আরো বলেন, ‘‘শেখ হাসিনার উন্নয়নকে বাধাগ্রস্থ করতে অনেকে মরিয়া হয়ে উঠছে। দেশের উন্নয়ন তাদের কাছে সহ্য হচ্ছে না। কিন্তু আমরা যারা সচেতন তাদের বুঝতে হবে, দেশকে উন্নতির শিখরে নিতে হলে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই। উন্নয়নশীল দেশ পেতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। আর প্রধানমন্ত্রীর হাত শক্তিশালী করতে পারে একমাত্র জনগণ। তাই শেখ হাসিনার বিকল্প চিন্তা বাদ দিয়ে সকলেই একতাবদ্ধ হয়ে নৌকায় ভোট দেই।’’
ছাত্রলীগ নেতা দারুস ছালাম নিশানের সঞ্চালনায় কর্মীসভায় আওয়ামীলীগ নেতাদের মধ্যে বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম, হুমায়ূন কাদের, আবুল বশর, জাফরুল ইসলাম কালু, রফিক আলম, জিয়াউর রহমান, হোসেন আলী, আমীর আহমদ, ছৈয়দ আকবর প্রমুখ।
এসময় আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের তৃণমূল নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।