1. litonsaikat@gmail.com : neelsaikat :
  2. shahjahanauh@gmail.com : কক্সবাজার আলো : কক্সবাজার আলো
  3. syedalamtek@gmail.com : syedalam :

বাড়িতে করোনার হানা, আইসোলেশনে সালমান খান ও তার পরিবার

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০
  • ৩৫ দেখা হয়েছে

কক্সবাজার আলো ডেস্ক :
এবার করোনা হানা দিয়েছে বলিউড সুপারস্টার সালমান খানের বাড়িতে। তার ব্যক্তিগত গাড়ির ড্রাইভার অশোক এবং দুই গৃহকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। আর সেই কারণে সালমানের পুরো পরিবারকে রাখা হয়েছে আইসোলেশনে।

সম্প্রতি ভারতের একটি শীর্ষস্থানীয় দৈনিক এই খবর প্রকাশ করেছে।

সেখানে বলা হয়, করোনায় আক্রান্ত সালমানের ড্রাইভার এবং গৃহকর্মীদের ইতিমধ্যে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। আর ঘরের এই তিন ব্যক্তির করোনার কারণে সালমানসহ তার পুরো পরিবার আইসোলেশনে রয়েছেন। আগামী ১৪ দিন সবাই ঘরবন্দী হয়ে থাকবেন।

চলতি মাসেই সেলিম খান এবং সালমা খানের বিবাহ বর্ষপূর্তি পূরণ করার উপলক্ষে অনুষ্ঠান করার কথা থাকলেও সব এখন পন্ড হতে যাচ্ছে। এদিকে সালমানও তার চলমান সকল শুটিং কার্যক্রম বন্ধ করে দিয়েছেন।

প্রসঙ্গত, চলতি বছর সালমানের ‘রাধে’ এবং ‘টাইগার ৩’ সিনেমাসহ বলিউড বাদশা শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমায় একটি অতিথি চরিত্রে অভিনয় করার কথা রয়েছে। সেইসঙ্গে তিনি ব্যস্ত আছেন ‘বিগ বস-১৪’ নিয়েও। সালমান ১৪ দিন গৃহবন্দী থাকায় শুটিং নিয়ে তাকে কোনো জটিলতায় পড়তে হবে কী না সে বিষয়ে কোনোকিছু জানা যায়নি।

এই বিভাগের আরও খবর
  • © ২০১৪ - ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | কক্সবাজার আলো .কম
Site Customized By NewsTech.Com