1. litonsaikat@gmail.com : neelsaikat :
  2. shahjahanauh@gmail.com : কক্সবাজার আলো : কক্সবাজার আলো
  3. syedalamtek@gmail.com : syedalam :
  4. bblythe20172018@mail.ru : traceyhowes586 :

বিএনপির মানববন্ধনে বাধা, ব্যানার কেড়ে নিলো পুলিশ

  • আপডেটের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০১৫
  • ৫৮ দেখা হয়েছে

কক্সবাজার আলো ডেস্ক :
গ্যাস-বিদ্যুৎ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে নগর বিএনপি আয়োজিত মানববন্ধন কর্মসূচি পুলিশের বাধার কারণে পালন করতে পারেনি। এসময় পুলিশ মানববন্ধরের ব্যানর ছিনিয়ে নিয়ে যায়।
শনিবার কর্মসূচি পালনের জন্য চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেনের নেতৃত্বে সকাল ১০ টার কিছু পর এ কর্মসূচি শুরু হলে পুলিশ বাধা দেয়।
তবে পুলিশের বাধা উপেক্ষা করে কর্মসূচি পালন করতে চাইলে উভয়ের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে পুলিশ ব্যানার কেড়ে নেয়। এরপর নেতা-কর্মীরা কর্মসূচি স্থল ত্যাগ করে চলে যায়।
কর্তব্যরত পুলিশ জানায়, প্রেস ক্লাবের সামনে বিএনপির এ ধরণের কোনো কর্মসূচির পূর্ব অনুমতি ছিল না। তাই তাদেরকে এ কর্মসূচি পালন করতে দেয়া হয়নি।

এই বিভাগের আরও খবর
  • © ২০১৪ - ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | কক্সবাজার আলো .কম
Site Customized By NewsTech.Com