কক্সবাজার আলো বিনোদন ডেস্ক :
ক্রিকেটার হিসেবে সাকিব আল হাসান যেমন প্রশংসিত, শিশিরের সঙ্গে তার জুটিও তেমনি আলোচিত। তাদের মধুর সম্পর্ক, প্রেম, অভিমান উঠে এসেছে পর্দায়। তারা অভিনয় করেছেন বিজ্ঞাপনচিত্রে। বাস্তবের মতো এখানেও তারা স্বামী-স্ত্রী। ১ মিনিটের বিজ্ঞাপনটিতে দেখা যাচ্ছে, শিশিরের জন্য বিশেষ উপহার নিয়ে এসেছেন সাকিব। সেটা তাকে দেখাতে চান। কিন্তু শিশির কাজে ব্যস্ত। সিঁড়ি ভেঙে ওপর থেকে নিচতলায় নিয়ে আসেন। কিন্তু উপহার কই? সামনে একটি গাড়ি দাঁড়িয়ে। শিশির চলে যেতে চান, সাকিব হাত ধরে ফেলেন। গাড়ি চলে যায়। দেখা যায় নতুন সাইকেল। নতুন বিজ্ঞাপনচিত্রটি বাংলালিংকের। আজ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে উন্মুক্ত হয়েছে এটি। টিভি পর্দায় তো দেখা যাবেই।