কক্সবাজার আলো ডেস্ক :
কাতার-২০২২ বিশ্বকাপ বাছাইয়ের বাকি ম্যাচগুলো কোথায় হবে সেটা এখন বড় এক প্রশ্ন। এএফসিকে চিঠি দিয়ে ‘ই’ গ্রুপের বাকি ম্যাচগুলো নিজেদের মাঠে করার প্রস্তাব দিয়েছে ওমান। ওমান তাদের এই আগ্রহের কথা জানিয়েছে গ্রুপের অন্য দেশগুলোকেও। বাংলাদেশ অবশ্য সে প্রস্তাবে ‘না’ করে দিয়েছে।
২৫ মার্চ ম্যাচ খেলতে বাংলাদেশে আসবে না বলে এএফসিকে জানিয়েছে আফগানিস্তান। সব মিলিয়ে এশিয়ান ফুটবলের অভিভাবক সংস্থা আছে ফাঁপরে। তারা বাংলাদেশ, ভারত, ওমান, আফগানিস্তান ও কাতারকে চিঠি দিয়ে যার যার অবস্থানের কথা জানাতে বলেছে। ১০ ফেব্রুয়ারির মধ্যে দেশগুলো তাদের মতামত দিলে বাকি ম্যাচগুলো নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দেবে এএফসি।
‘আমরা মঙ্গলবার এএফসি ও ফিফাকে চিঠি দিচ্ছি। আমাদের অবস্থান আগের মতোই। আমাদের বাকি ৩ ম্যাচ নিজেদের মাঠে। নিজেদের মাঠেই খেলতে চাই। এএফসি ও ফিফাকে আমরা সেটাই জানাচ্ছি’-বলেছেন বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ।
কোনো কারণে যদি মার্চের খেলা সম্ভব না হয় তাহলে জুনে সব ম্যাচ আয়োজন করবে এএফসি। তখন ম্যাচগুলো সেন্ট্রাল ভেন্যুতে হবে সেটাও জানিয়ে রেখেছে এশিয়ান ফুটবলের অভিভাবক সংস্থাটি। কারণ, জুনের মধ্যে বাছাইয়ের সবম্যাচ শেষ করবে এএফসি।
বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের বাংলাদেশের ম্যাচ বাকি আফগানিস্তান, ওমান ও ভারতের বিপক্ষে। করোনায় খেলা স্থগিতের আগে চারটি ম্যাচ বাকি থাকলেও পরিস্থিতি একটু ভালো হওয়ার পর দুই দেশের সমঝোতায় গত ৪ ডিসেম্বর কাতারের বিপক্ষে দোহায় গিয়ে খেলে এসেছে বাংলাদেশ।
পাঁচ ম্যাচে বাংলাদেশের পয়েন্ট মাত্র ১। ভারতের সঙ্গে কলকাতায় ১-১ গোলে ড্র করে পয়েন্টটি পেয়েছিল বাংলাদেশ। বাকি চার ম্যাচ হেরেছে। ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে কাতার। দ্বিতীয় স্থানে থাকা ওমানের পয়েন্ট ১২, তৃতীয় স্থানে থাকা আফগানিস্তানের পয়েন্ট ৪ এবং চারে থাকা ভারতের পয়েন্ট ৩।