নুরেহাবিব সোহেল,বোদা (পঞ্চগড়) প্রতিনিধি :
শনিবার দুপুরে বোদা-মাড়েয়া সড়কের কুড়ালীপাড়া মোড়ে বিপরিত দিক থেকে আসা একটি নসিমন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যানকে বহনকারী মোটর সাইকেলটিকে ধাক্কা দিলে এ দূর্ঘটনা ঘটে। জানা যায়, তিনি মাড়েয়া ইউনিয়ন ছাত্রদল সভাপতি আসাদুজ্জামান জনির বাস ভবনে একটি মিলাদ মাহফিলে অংশ গ্রহন করার জন্য ছোট ছেলে নাঈম(১৯)কে সাথে নিয়ে মোটর সাইকেল যোগে যাওয়ার পথে দূর্ঘটনার কবলে পড়েন। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আহত অবস্থায় তাদের কে উদ্ধার করে বোদা হাসপাতালে নিয়ে আসে। দূর্ঘটনার খবর পেয়ে দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্খীরা তাকে দেখতে হাসপাতালে ছুটে আসেন। বর্তামানে তিনি ও তার ছেলে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।