কক্সবাজার আলো ডেস্ক :
মক্কায় মসজিদুল হারামের নির্মাণাধীন অংশে ক্রেন দুর্ঘটনায় নিহতদের মধ্যে ২৫ জন বাংলাদেশি রয়েছেন। সৌদি আরবের আল-আরাবিয়া টিভির এক রিপোর্টে দাবি করা হয়েছে।
ওই দুর্ঘটনায় মোট ১০৮ জন নিহত হয়। হতাহতের ব্যাপারে প্রাথমিক রিপোর্ট যাচাইয়ের পর আল-আরাবিয়া বলছে, নিহতদের মধ্যে ২৫ বাংলাদেশি, ১৫ পাকিস্তানি, ২৩ মিশরীয়, ১০ ভারতীয়, ২৫ ইরানি, ৬ মালয়েশীয়, এক আলজেরীয় ও এক আফগান নাগরিক রয়েছেন।
তবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এ খবর অস্বীকার করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি কনসুলার লুৎফুর রহমান বলেন, আমাদের কাছে এই ধরনের কোন তথ্য নেই। আমরা যতদূর জানি, নিহতদের মধ্যে কোন বাংলাদেশি নেই।