1. litonsaikat@gmail.com : neelsaikat :
  2. shahjahanauh@gmail.com : কক্সবাজার আলো : কক্সবাজার আলো
  3. syedalamtek@gmail.com : syedalam :
  4. bblythe20172018@mail.ru : traceyhowes586 :

মমতাজুল উলুম ফরিদিয়া মাদ্রাসার আলিম পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

  • আপডেট : রবিবার, ২১ নভেম্বর, ২০২১
  • ৮২ দেখা হয়েছে

নিজস্ব প্রতিনিধি : 

কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও উপজেলার  ইসলামাবাদ ইউনিয়নের সর্বোচ্চ বিদ্যাপীঠ মমতাজুল উলুম ফরিদিয়া আলিম মাদ্রাসার ২০২১ সালের আলিম পরীক্ষার্ধীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার (২০ নভেম্বর) মাদ্রাসার প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে অত্র মাদ্রাসার অধ্যক্ষ মওলানা মুহাম্মদ জসিম উদ্দিন’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব মমতাজ আহমদ সঃ। মাদ্রাসার সিনিয়র আরবি প্রভাষক মোঃ ইউনুছ বিন নজিরের সঞ্চালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী তামিমুল ইসলাম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার সহ-সুপার মাওলানা আব্দু শাকুর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঈদগাঁও আলমাছিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা সাবেক অধ্যাপক ফিরোজ আহমদ, ঈদগড় বদর মোকাম ফৈরদোসিয়া দাখিল মাদ্রাসা সুপার মওলানা সিরাজুল ইসলাম, ইসলামপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা’র সাবেক সহ-সুপার মওলানা মমতাজ আহমদ। বক্তব্য রাখেন, মাদ্রাসার মাস্টার আব্দুল মান্নান, আরবি প্রভাষক মাওলানা সরওয়ার কামাল ও প্রাক্তন ছাত্র সংসদের সভাপতি মোহাম্মদ আব্দুশ শাকুর।
বিদায়ী পরিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন- আবুহেনা আল হিশাম ও অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্য থেকে আলিম দ্বিতীয় বর্ষের জান্নাতুল ফেরদৌস ইমু বক্তব্য রাখেন। নাত পরিবেশন করেন মাওলানা নুরুল আবছারসহ সহপাঠীবৃন্দ।

সর্বশেষ পরিক্ষার্থীদের জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসাখালী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সবেক সুপার মওলানা ফখরুল ইসলাম হোসাইনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল হক।

২০২১ সালের পরীক্ষার্থীরা হলো : 
মোঃ ওসমান গনি, আবুহেনা আল হিশাম, মোঃ সফি উল, ইউনুছ মিয়া, ইসমাইল হোসেন, মোহাম্মদ এহছান, রেজা উল করিম, ওসমান গণি, মোঃ ইব্রাহিম, শহিদুল ইসলাম, রফিউল কাদের, মোঃ ইলিয়াস, মোঃ আলমগীর, রায়হান উদ্দিন, মোঃ হাসসান, মোঃ আরমান,
নয়ন মণি, আসমা সুলতানা রেখা, মুবিনা সুলতানা, আয়েশা ছিদ্দিকা, রেশমা আক্তার, ফাতেমা আক্তান, জান্নাতুল নাঈমা, তানিয়া সুলতানা রুমি, মরজিনা আক্তার, মুরশিদা আক্তার, জান্নাতুল নাঈম রিমা, তারজিনা আক্তার, সাদিয়া সুলতানা তুফা, বিলকিস আক্তার, খোদাইজা আক্তার, সানজিদা আক্তার, ইসমত আরা, মরিয়ম আক্তার, তসলিমা জান্নাত, সাফিয়া জান্নাত মরজান, রোকসেনা করিম, সালমা আক্তার, রাইশা আক্তার, শাহেনা আক্তার মেরি, জুবাইরা মণি, মরিয়ম জান্নাত।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© ২০১৪ - ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত।
Site Customized By NewsTech.Com